রবিবার, ১১ জুন, ২০২৩, ১০:৪২:৩১

নবজাতককে দেখভালের জন্য এখন ৬ মাসের ছুটি পাবেন বাবারাও

নবজাতককে দেখভালের জন্য এখন ৬ মাসের ছুটি পাবেন বাবারাও

আন্তর্জাতিক ডেস্ক : সন্তান জন্মের পর মাতৃত্বকালীন লম্বা ছুটি পান নারীরা। কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যের সরকার মনে করছে, যেসব পুরুষের স্ত্রী নেই, সন্তান লালনপালনের জন্য তাদেরও কর্মক্ষেত্র থেকে অন্তত ছয় মাস ছুটি পাওয়ার অধিকার রয়েছে।

গত শুক্রবার (৯ জুন) কর্ণাটকের নতুন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নবজাতককে দেখভালের জন্য এখন থেকে ১৮০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন সরকারি চাকরিজীবী সিঙ্গেল বাবারা। এই সুবিধা পাবেন অবিবাহিত, স্ত্রীহারা এবং বিয়েবিচ্ছেদ হয়েছে এমন পুরুষরা।

তবে ঘোষণায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, শিশুর দেখভালের জন্য ছুটিতে থাকাকালীন কোনো ব্যক্তি যদি বিয়ের পিঁড়িতে বসেন, তবে তার পিতৃত্বকালীন ছুটি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। ছয় মাসের পিতৃত্বকালীন ছুটির বিষয়ে রাজ্য সরকারের এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে