আন্তর্জাতিক ডেস্ক : অনিশ্চয়তার মুখে পড়েছে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া শান্তি আলোচনা। এ আলোচনা শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি।
জানা গেছে এ আলোচনায় মুখ থুবড়ে পড়েছে সিরিয় সরকার বিরোধীদের হুমকির মুখে।
তবে অন্য এক খবরে বলা হয়েছে, শুক্রবার দুপুরে সিরিয়ার সরকার পক্ষের আলোচকদের সঙ্গে আলোচনা শুরু করেন জাতিসংঘের সিরিয়াবিষয়ক দূত স্টেফান ডি মিসটুরা।
এর আগে বৃহস্পতিবার বিদ্রোহীদের প্রধান জোট ঘোষণা দেয়, তাদের দাবি না মানা পর্যন্ত এ আলোচনায় যোগ দেবে না তারা। তবে শুক্রবারই ওই জোটেরই এক সিনিয়র নেতা জানিয়েছেন, বিরোধীদের আলোচক দল জেনেভার পথে রয়েছেন।
জেনেভায় সিরিয়া শান্তি আলোচনার মধ্যস্থতাকারী সংস্থা জাতিসংঘের এক মুখপাত্র আহমাদ ফাওয়াজি জানিয়েছেন, আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
তবে তিনি হতাশার সুরে বলেন, আমি এখনো কোনো সময় কিংবা স্থান নির্দিষ্ট করে বলতে পারছি না। অংশগ্রহণকারী আলোচকদের ব্যাপারেও আমি বিস্তারিত কিছু বলতে পারছি না।'
আলোচনা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে মূলত সিরিয়ার বিরোধী জোটের অংশগ্রহণ নিয়েই। গত ডিসেম্বরে রিয়াদে সিরিয়ার রাজনৈতিক ও সামরিক বিরোধী পক্ষগুলোর এক সম্মেলনে গঠিত হাই নেগোসিয়েশন কমিশন (এইচএনসি) বৃহস্পতিবার এক বৈঠকের পর জানায়, তাদের দাবিগুলো না মানা হলে আলোচনার জন্য জেনেভায় যাবে না তারা।
তাদের দাবি, শান্তি আলোচনা শুরুর পূর্বে বিদ্রোহী দখলে থাকা এলাকাগুলোর ওপর থেকে সরকারের অবরোধ তুলে নিতে হবে। পাশাপাশি বিদ্রোহীদের অবস্থানে সিরিয়া সরকার ও রুশ বিমান হামলা বন্ধ করতে হবে।
রিয়াদে বৈঠকের পর বৃহস্পতিবার এইচএনসিপ্রধান রিয়াদ হিজাব আল-আরাবিয়া টেলিভিশনকে বলেন, 'আমাদের দাবি মানার কেনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর দাবি মানা না হলে আগামীকাল (শুক্রবার) জেনেভায় এইচএনসি'র কোনো প্রতিনিধিত্ব থাকবে না।'
বিদ্রোহীদের এই দাবি মানার ব্যাপারে এখনো কোনো আলোচনা বা মন্তব্য করেনি সিরিয়া সরকার কিংবা প্রেসিডেন্ট আসাদের বড় মিত্র রাশিয়া। যদি বিরোধীরা তাদের অবস্থানে বহাল থাকে, তাহলে শুক্রবার জেনেভায় এইচএনসির কোনো প্রতিনিধির যাওয়ার কথা নয়। কিন্তু শুক্রবার সকালে আলোচনার আশার পালে হাওয়া দেন সিরীয় বিদ্রোহীদের জোটের এক সিনিয়র সদস্য।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন