আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। মঙ্গলবার দুপুরে এই কম্পন অনুভূত হয় দিল্লি ছাড়াও পাঞ্জাব, চণ্ডীগড়। হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরেও। দুপুর ১টা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার গান্ডো ভালেসা গ্রামে ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুধু ভারত নয়, এই কম্পনে কেঁপেছে পাকিস্তানও।
শ্রীনগরের এক বাসিন্দা বলেন, “হঠাৎ জোর ঝটকা অনুভব করলাম। তার পরই দেখলাম আশপাশের মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসছেন। সামনেই একটা স্কুল রয়েছে। সেখানেও পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকলকে বাইরে বার করে নিয়ে আসা হয়। গত সপ্তাহের থেকেও এই কম্পন ভয়াবহ ছিল।”
তবে এই কম্পনে হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ার। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, মঙ্গলবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী হয়েছে লাহোর, ইসলামাবাদ এবং পেশোয়ার। এসময় আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫.২ মাত্রার এই ভূমিকম্পের জেরে রাওয়ালপিন্ডি, ঝিলাম, হাফিজাবাদ, সোয়াত, আজাদ কাশ্মির, নীলাম উপত্যকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পন সৃষ্টি করেছে।
কম্পনের ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং এর জেরে তারা বাড়িঘর ও ভবন থেকে বাইরে বের হয়ে আসেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুধু ভারত নয়, এই কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান এবং চীনেও।