আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৮ জুন।
দেশটির সুপ্রিম কোর্ট রোববার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
সোমবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদুল আজহা পালিত হবে। খবর গালফ নিউজের।