আন্তর্জাতিক ডেস্ক: রেস্তোঁরায় খেতে এসে ঝড়ে উড়ে যাবেন, ভাবেননি কেউ। কিন্তু, চীনের হুবেই প্রদেশে গত রবিবার (১১ জুন), এক রেস্তোরাঁয় খেতে এসে, এই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ঝড়ের দাপটে উড়ে যাচ্ছে রেস্তোরাঁটির বিশাল ছাউনি। সেটি আবার আটকানো ছিল বেশ কয়েকটি লোহার বিমের সঙ্গে। দমকা হাওয়ার দাপট থেকে বাঁচতে, অনেকেই সেই বিমগুলি আঁকড়ে ধরেছিলেন। হাওয়ার দাপটে ওই বিমগুলি-সহই উড়ে যায় রেস্তোরাঁর ছাউনি। সেই সঙ্গে উড়ে যেতে দেখা যায়, বিমগুলি আঁকড়ে থাকা ব্যক্তিদেরও।
অনেককেই দেখা যায়, বেশ উঁচু থেকে মাটিতে পড়ে যেতে। আতঙ্কে চিৎকার করতে শোনা গিয়েছে তাদের। উড়ে যাওয়া ব্যক্তিদের একজনকে কাছের একটি বাড়ির ছাদে পড়ে যেতে দেখা যায়। চীনা সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির পাঁজরের বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দশ দিন আগে, চীনের বেশ কয়েকটি প্রদেশ ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে। মধ্যাঞ্চলের হুবেই, হেনান, পূর্বাঞ্চলের জিয়াংসু, উত্তর-পূর্বের লিয়াওনিং, দক্ষিণ-পশ্চিমের গুয়াংজি, দক্ষিণের গুয়াংঝৌ-সহ প্রায় গোটা চীন জুড়ে তীব্র ঝড়, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যার দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের উহু শহরে প্রবল ঝোড়ো বাতাসে একটি শিপইয়ার্ড ক্রেন ভেঙে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ৪৫০ টন ওজনের ক্রেনটি ভেঙে পড়ে নিরাপত্তাকর্মীদের আবাসনের উপর। জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে বড় বড় গাছ উপড়ে পড়ে বেশ কিছু যানবাহন পিষে গিয়েছে এবং রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দেখুন ভিডিও...