মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ০৫:১৫:৫৭

পরকীয়ায় লিপ্ত হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে

পরকীয়ায় লিপ্ত হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহবিচ্ছেদ ও পরকীয়ার ঘটনা এখন প্রায়শই ঘটে থাকে। বিভিন্ন দেশে পরকীয়া অপরাধ বলেও গণ্য হয় না। কিন্তু এই দুই কাজ করলে চাকরি যেতে পারে এ রকম শুনেছেন কখনও? সম্প্রতি এ রকমই হয়েছে আমাদের এক প্রতিবেশী দেশে। 

দেশটির এক সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে- কোনও কর্মী বিবাহবিচ্ছদ করলে বা পরকীয়া সম্পর্কে লিপ্ত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এর জন্য যে যুক্তি ওই সংস্থা দিয়েছে তাও বেশ মজাদার।

চীনের ঝেঝিয়াং প্রদেশের এক সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে, তাদের সংস্থার কোনও কর্মী বিবাহ বিচ্ছেদ করলে বা পরকীয়া সম্পর্কে লিপ্ত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। চীনের সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। 

৯ জুন নাগাদ এই বিজ্ঞপ্তি সংস্থার তরফে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে কেবলমাত্র বিবাহিত কর্মীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে ওই সংস্থার তরফে। এই নিয়ম চালুর পিছনে কারণও ব্যাখ্যা করেছে চীনের ওই সংস্থা।

তাদের দাবি, স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হোক, এটাই তারা চায়। দাম্পত্য জীবনে ভালবাসা যাতে গাঢ় হয় সে জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কোনও বিবাহিত কর্মী যদি নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নষ্ট করে অন্যের সঙ্গে প্রেমে লিপ্ত হন বা বিবাহবিচ্ছেদ করতে চান, তাহলে এই সংস্থা থেকেও বিদায় নিতে হবে তাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে