বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ০১:৩৮:১৪

সাধ্যের মধ্যে বাজারে এলো নোকিয়ার দুর্দান্ত স্মার্টফোন

সাধ্যের মধ্যে বাজারে এলো নোকিয়ার দুর্দান্ত স্মার্টফোন

আন্তর্জাতিক ডেস্ক : নোকিয়া জোকার কথা অনেকেই হয়তো শুনেছেন। এই লাইট স্মার্টফোন দেখতে অনেকটা আইফোনের মতো, স্মার্টফোনের বাজারে প্রবেশ করার আগেই শোরগোল ফেলে দিয়েছে বলা চলে। 

শুধু তাই নয়, এই মোবাইলে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরা কোয়ালিটিও থাকবে বলে আশা করা যাচ্ছে। এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেবো এই ফোনটির সম্পর্কে।

Nokia Joker Lite স্মার্টফোনটিতে বড় আকারের ৬.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। যা কর্নিং গরিলা গ্লাসে ডিসপ্লের সঙ্গে মার্কেটে আসতে পারে। মোবাইলে থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৮ প্লাসের প্রসেসর, সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ১২ এর অপারেটিং সিস্টেম স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হতে চলেছে।

নোকিয়ার এই স্মার্টফোনে ৮ জিবি এবং ১২ জিবির র্যামের পাশাপাশি ১২৮ জিবি, ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়। ভালো স্টোরেজ ও প্রসেসরের পাশাপাশি ফোনটিতে থাকবে শক্তিশালী ব্যাটারি। ৭ হাজার ৬০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি ফোনটির অন্যতম ভালো ফিচার হিসেবে গণ্য করা যেতেই পারে। এর সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও পাওয়া যাবে।

ফোনের ব্যাক সাইডে ৪ টি ক্যামেরার সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, এ ছাড়া ২০ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেলের অন্যান্য ক্যামেরা দেওয়া হচ্ছে। সেলফি তোলার জন্য ফোনটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। 

ভারতীয় বাজারে আসার পর এই মোবাইলটি প্রায় ২০ হাজার টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। সঠিক দাম জানার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ফিচার এবং দামের দিকে খেয়াল রেখে বলা যায় যে এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে