শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ০৪:৩৪:১০

মহিলাকে নিয়ে OYO হোটেল রুমে বিধায়ক, হাতেনাতে ধরলেন মহিলার স্বামী! (ভিডিও)

মহিলাকে নিয়ে OYO হোটেল রুমে বিধায়ক, হাতেনাতে ধরলেন মহিলার স্বামী! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: গুজরাতের ভিসাভাদর বিধানসভা কেন্দ্র থেকে আপ বিধায়ক ভূপেন্দ্র ভাই ওরফে ভূপত ভাই ভায়ানির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলে, বিধায়ক ভূপেন্দ্র ভাই ৮ জুন এক মহিলাকে নিয়ে সুরাতের কদোদরা এলাকার একটি OYO হোটেলে গিয়েছিলেন। 

মহিলার মুখ ঢাকা ছিল। বিধায়ক সেই মহিলাকে নিয়ে যে হোটেলে পৌঁছান, কিছুক্ষণ পরে তার স্বামী অনুসরণ করে সেখানেই যান। তা দেখেই মুখ লুকিয়ে OYO হোটেল রুম থেকে পালান বিধায়ক। আপ বিধায়কের এই কীর্তি দেখে তাজ্জব নেটিজেনরা। ভাইরাল ভিডিওটি সুরাতের কদোদরা এলাকায় সুরজ গেস্ট হাউসের। 

ভিডিওতে জুনাগড়ের ভিসাভাদর বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির বিধায়ক ভূপেন্দ্র ভাইকে এই হোটেলের কাউন্টারের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গেস্ট হাউসের কাউন্টারে বসে থাকা ব্যক্তি রেজিস্টারে এন্ট্রি করছেন। মহিলাকে বিধায়কের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার মুখ স্কার্ফ দিয়ে ঢেকে রাখা ছিল।

বিধায়ক ওই মহিলার স্বামীকে দেখতে পেয়ে, ভূপেন্দ্র ভাই রুমাল দিয়ে মুখ ঢেকে গেস্ট হাউস থেকে পালান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি ২০২৩ সালের ৮ জুনের। সূত্রের খবর অনুযায়ী, ৮০০ টাকা দিয়ে রুম ভাড়া করেছিলেন তিনি। প্রায় ৫০ মিনিট তিনি সেখানে ছিলেন। 

জুনাগড়ের ভিসাভাদর আসনের বিধায়ক ভূপাত ভায়ানি এই ভিডিওটি নিয়ে মন্তব্য দিয়ে বলেন, 'এটা নিম্নমানের রাজনীতি। আমি সেবা করে আসছি এবং করে যাব, কিন্তু যারা আমার সেবার কাজ দেখতে পায় না তারা আমাকে হেয় করার জন্য এই কাজ করেছে।' সিসিটিভি ভিডিও দেখুন...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে