রবিবার, ২৫ জুন, ২০২৩, ০৯:২৯:৪০

এবার যেদিকে যাচ্ছেন ওয়াগনার প্রধান, যে চুক্তি হলো

এবার যেদিকে যাচ্ছেন ওয়াগনার প্রধান, যে চুক্তি হলো

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহ থেকে সরে আসার পর রাশিয়া থেকে চলে যাচ্ছেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোশিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোশিন। শনিবার এমনটিই বলছে মস্কো।

সিএনএন বলছে, সাংবাদিকদের সঙ্গে একটি কনফারেন্স কলে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রিগোজিনের সঙ্গে একটি চুক্তি হয়েছে। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি তিনি। পেসকভ বলেন, ব্যক্তিগতভাবে প্রিগোশিনের কী হবে? তার বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। তিনি নিজেই বেলারুশে যাবেন। তিনি আরো বলেন, ক্রেমলিন ভাড়াটেদের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত ছিল না।

এই সৈন্যরা মস্কোর দিকে অগ্রসর হওয়ার জন্য কোনো ‘আইনি পদক্ষেপের’ মুখোমুখি হতে হবে না। ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে।

এর আগে ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের আস্থাভাজন হিসেবে পরিচিত প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীসহ সামরিক নেতৃত্বকে উত্খাতের হুমকি দেন। গতকাল শনিবার রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ রোস্তভ অন-ডনসহ একাধিক শহর দখলের দাবি করে তাঁর বাহিনী। পরে ক্রেমলিনের সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে নিজ সেনাদের মস্কোর দিকে পাঠান। সূত্র: সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে