বুধবার, ২৮ জুন, ২০২৩, ১০:০৩:৪৮

কাঁপাবে বাজার, এবার টিভিএস আনছে নতুন ডিজাইনের মোটরসাইকেল

কাঁপাবে বাজার, এবার  টিভিএস আনছে নতুন ডিজাইনের মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক : বাজারে ঝড় তুলতে টিভিএস আনছে নতুন মডেলের মোটরসাইকেল। প্রতিষ্ঠানটি একটি ক্রজুর বাইক নিয়ে হাজির হচ্ছে। ইতিমধ্যে বাইকের পেটেন্টও ফাইল করে ফেলেছে টিভিএস। একেবারে নতুন ধাঁচে ডিজাইন করা হচ্ছে মোটরসাইকেলটি।

টিভিএস রোনিনের ডিজাইন ও ফিচারকে সামনে রেখে নতুন ক্রুজার বাইক সাজানো হবে। রোনিন একটি আকর্ষণীয় ক্রুজার বাইক। যা বহু রাইডারদের প্রিয় মডেল। তবে এটির কার্যক্ষমতা বা ইঞ্জিন ক্যাপাসিটি কম ২২৫ সিসি। যেখানে প্রতিদ্বন্দ্বী রয়েল এনফিল্ড বাইকের ইঞ্জিন শুরু হয় ৩৫০ সিসি থেকে।

আসলে ক্রুজার বাইক মানেই তো বড় ইঞ্জিন, দারুণ টর্ক, রিল্যাক্স রাইডিং। এই সব অনুভূতি না পেলে তাকে কি আর ক্রুজার বাইক বলা যায়। তবে মনে করা হচ্ছে, উক্ত বিষয় মাথায় রেখেই মোটরসাইকেলটি ডিজাইন করবে টিভিএস।

আসন্ন বাইকে থাকবে গোল হেডল্যাম্প, আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক সাসপেনশন, আপরাইট হ্যান্ডেলবার, রিল্যাক্স রাইডিং পজিশন এবং মাসকুলার এক্সহস্ট। ইঞ্জিন থাকতে পারে ৫০০ সিসি বা তার বেশি।

প্রসঙ্গত, ২০২০ সালে ১৫০ কোটি টাকা দিয়ে দিয়ে ব্রিটিশ ব্র্যান্ড নর্টন মোটরসাইকেল কেনে টিভিএস। যা কোম্পানির ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগ। এর থেকে অনেকের ধারণা, ভারতে বড় কিছু পরিকল্পনা করছে কোম্পানি। এই ক্রুজার বাইক তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে ব্রিটিশ প্রতিষ্ঠানটি।

শুধু ক্রুজার নয় আগামীদিনে একাধিক স্ক্র্যাম্বলার ও অ্যাডভেঞ্চার মোটরবাইক লঞ্চ করতে পারে দক্ষিণ ভারতের টু হুইলার সংস্থাটি। এই ক্রুজার বাইক কোম্পানির সবথেকে দামি মোটরসাইকেল হতে পারে। প্রিমিয়াম বাইকের বিভাগে বাজারে লঞ্চ করা হতে পারে টিভিএসের নতুন রোডস্টার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে