বুধবার, ২৮ জুন, ২০২৩, ০৮:৪৬:০০

ইসকনের উল্টোরথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

ইসকনের উল্টোরথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

আন্তর্জাতিক ডেস্ক: উল্টো রথযাত্রায় নিয়ে প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু সেই আনন্দ-উৎসবের দিনেই ভয়াবহ দুর্ঘটনা। ভারতের ত্রিপুরার কুমারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। জানা গিয়েছে ৭জনের মধ্যে ২ জন শিশু। জখম হয়েছেন আরও অনেকেই। 

তাদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, পথে বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসে ইসকনের রথ। তাতেই ঘটে বিপত্তি। বিশেষ ডিজাইনে তৈরি সেই রথে অনেকেই উঠেছিলেন। রথের ভিতরে থাকা প্রত্য়েকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

দেখতে দেখতে প্রাণ হারান অন্তত ৬ জন। তবে স্থানীয়রা বলছেন, কমপক্ষে ৯ জন্র মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। জানা গিয়েছে, রথের একটি লোহার অংশ আচমকা বৈদ্যুতিক তার স্পর্শ করে। অজান্তেই  মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকেই। সবার সামনে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

তাদের বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখেও কারও কিছু করার ছিল না সেই সময়। এরপরই রথে আগুন ধরে যায়। ততক্ষণে অনেকেই প্রাণ হারিয়েছেন। ভয়ানক দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন অনেকেই। জানা গিয়েছে, রথের দড়ি টানছিলেন যারা, তারা প্রাণে বেঁচে গিয়েছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিকট এবং প্রিয়জনদের হারিয়েছেন, সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে রাজ্য সরকার থাকবে বলে বার্তা দিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে