আন্তর্জাতিক ডেস্ক: টাকার বান্ডিল। ৫০০ টাকার ২৭টি বান্ডিল। নোটের পাহাড়ের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন উত্তরপ্রদেশের এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও দুই সন্তান। সেই ছবি প্রকাশ্যে আসতেই বেহতা মুজাওয়ার থানার কর্মকর্তা রমেশচন্দ্র সাহানিকে অন্যত্র বদলি করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, বিছানার উপর আধশোয়া হয়ে রয়েছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী। পাশে বসে পুত্র এবং কন্যা। আর তাদের তিন জনের মাঝে রাখা বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট।
এই ছবি ভাইরাল হতেই রমেশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ওই পুলিশ কর্মকর্তার দাবি, ছবিটি ২০২১ সালের ১৪ নভেম্বর তোলা হয়েছিল। একটি পারিবারিক সম্পত্তি বিক্রি করে তিনি ওই টাকা পেয়েছিলেন বলে দাবি করেছেন রমেশ। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ।