রবিবার, ০২ জুলাই, ২০২৩, ১১:৫৭:৪৭

পশ্চিম তীরে ফিলিস্তিনি মন্ত্রীসহ নিহত ৩

পশ্চিম তীরে ফিলিস্তিনি মন্ত্রীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া একজন সাবেক ফিলিস্তিনি বন্দি ও তার স্ত্রীও নিহত হয়েছেন। শনিবার সালফিট গভর্নরেটের উত্তরে দুর্ঘটনাটি ঘটে।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) বন্দি ও সাবেক বন্দি কমিশনের চেয়ারম্যান কাদরি আবু বাকের ফিলিস্তিনি বন্দিদের সন্তানদের একটি অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় জামাইন শহরের কাছে রুট ৫০৫-এ নিহত হন।

এ দুর্ঘটনায় সাবেক ফিলিস্তিনি বন্দি বাসেম সাওয়ান ও তার স্ত্রীও নিহত হয়েছেন। এক বিবৃতিতে আবু বাকেরের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, একজন শক্তিশালী মুক্তিযোদ্ধা হিসেবে আবু বাকের ফিলিস্তিন, ফিলিস্তিনের নীতি ও জনগণকে রক্ষার জন্য তার পুরো জীবন ব্যয় করেছেন।

আব্বাস বলেন, ‘আবু বাকের সর্বাগ্রে দাঁড়িয়েছেন, জাতীয় কর্ম ও সংগ্রামের সকল ক্ষেত্র ও আন্তর্জাতিক অঙ্গনে। (ফিলিস্তিনের) জাতীয় আন্দোলনের প্রাথমিক সময় থেকে তার দেশ ও জনগণকে রক্ষা করেছেন।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা আবু বাকেরকে একজন ‘সাহসী মুক্তিযোদ্ধা’ হিসেবে প্রশংসা করেন, যিনি ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের ইস্যুতে তার জীবন উৎসর্গ করেছেন।

একটি বিবৃতিতে হামাস শোক প্রকাশ করে বলেছে, তারা ‘আবু বাকের ও সাওয়ানের সংগ্রাম এবং বন্দিদের সমর্থন ও তাদের নীতির জন্য তাদের অবদানকে স্মরণ করে’।

১৯৫৩ সালে অধিকৃত পশ্চিম তীরের বিদ্দ্যা গ্রামে জন্মগ্রহণকারী আবু বাকের পশ্চিম তীরে অ'স্ত্র স্থানান্তরের জন্য ইসরায়েলি বাহিনীর হাতে গ্রে'প্তার হওয়ার পর ১৭ বছর কারাগারে কাটিয়েছেন। তারপর তাকে ইরাকে নির্বাসিত করা হয়েছিল। কিন্তু ফিরে এসে তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত বন্দিদের জন্য কাজ করেছেন। সূত্র: আলজাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে