সোমবার, ০৩ জুলাই, ২০২৩, ০৮:১০:৪৬

বিয়ের অনুষ্ঠান করতে হলে জানাতে হবে পুলিশকে!

বিয়ের অনুষ্ঠান করতে হলে জানাতে হবে পুলিশকে!

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে হলে জানাতে হবে পুলিশকে। সম্প্রতি ভারতের বিহারে এমন আদেশ জারি করা হয়েছে। বিষয়টি মানুষের জন্য বিরক্তিকর হলেও এর পক্ষে যুক্তি দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

কেন এমন আদেশ? বিহার পুলিশের দাবি, রাজ্যের বহু বিয়েবাড়ির আনন্দ খুনখারাবিতে বদলে গেছে। এক মুহূর্তে বিয়ের আনন্দ মাটি। নিভে গেছে সব আলো। সেসব বন্ধ করতেই এই ব্যবস্থা।

পুলিশ বলছে, বিয়েবাড়িতে আনন্দের মধ্যে গুলি চালিয়ে দেন অনেকে। আকাশে গুলি ছুড়তে গিয়ে কখনো প্রাণ গেছে বরের তো কখনো বরযাত্রীর। কখনোবা অন্য কারো। এসব থামাতে হবে। তাই পুলিশের জানা উচিত কোথায় বিয়ে হচ্ছে।

রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা সঞ্জয় সিং বলেন, দেখা গেছে বিয়ের আনন্দ করতে গিয়ে অনেকের প্রাণ গেছে, অনেকে আহতও হয়েছেন। কারণ আনন্দ করতে গিয়ে গুলি চালানো হচ্ছে। তাতেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাই যেখানে যত বিয়েবাড়ি, ধর্মশালা বা ব্যাঙ্কোয়ট হল রয়েছে তাদের বলা হচ্ছে বিয়ের অনুষ্ঠান হলেই খবর দিতে হবে।

পুলিশের নতুন গাইডলাইন অনুযায়ী, বিয়ে হল, লন, ব্যাঙ্কোয়েট হলে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। যদি কেউ নিজের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান করতে চান তাহলে তাকে আগেই পুলিশকে জানাতে হবে। শুধু তাই নয়, তার বাড়িতে কোনো লাইসেন্স করা অস্ত্র রয়েছে কি না তাও পুলিশকে জানাতে হবে। এছাড়াও অতিথিদের নামের লিস্ট পুলিশের কাছে জমা দিতে হবে।

বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানাসহ ,গো বলয়ের বহু জায়গায় বিয়েবাড়ি, জন্মদিনের অনুষ্ঠান, বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আনন্দে মাত্রা ছাড়িয়েছে লোকজন। নেশা করে মাতলামি তো রয়েছেই, গুলি চালিয়েও আনন্দ করতে দেখা গেছে বহুবার। আর তা করতে গিয়েই প্রাণ গেছে অনেকের। মারাত্মক আহত হয়েছেন অনেকে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে ভারতের বিহার সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে