মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩, ০৩:১৯:০৯

বিয়ের মোহর হিসেবে পবিত্র হজ করলেন জাপানের নওমুসলিম নারী

বিয়ের মোহর হিসেবে পবিত্র হজ করলেন জাপানের নওমুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরছেন লাখ লাখ হাজি। তাঁদের মধ্যে রয়েছেন জাপান থেকে আসা নওমুসলিম নারী আলমান চাজি। তাঁর কাছে হজ মানে নিজের সব অর্থ-সম্পদ পেছনে রেখে আল্লাহর সান্নিধ্যে কিছু সময় অতিবাহিত করা। হজের ভ্রমণ জীবনের নতুন পথের সন্ধান দিয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি সৌদি আরবের সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন (সিজিসি)-কে এক সাক্ষাৎকারে তিনি জীবনের প্রথম হজের অনুভূতির কথা বলেন। মুসলিম হওয়ার কথা জানিয়ে আলমাস জানান, খাদ্য কম্পানির এক মুসলিম শ্রমিকের সঙ্গে সাক্ষাতের পর তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেন। তাঁর কাছেই তিনি ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে জানতে পারেন এবং হালাল খাবারের ধারণা পান। তিনি বলেন, চার বছর আগে ৩৫ বছর বয়সে আমার বিয়ে হয়।

তখন হজের ভ্রমণকে আমার মোহর হিসেবে নির্ধারণ করি। তবে ওই সময় ক'ভি'ড-১৯ মহা'মা'রি থাকায় আমরা আসতে পারিনি। অতঃপর এ বছর আল্লাহর বিশেষ অনুগ্রহে আমরা হজ করি। প্রথমবার পবিত্র কাবাঘর দেখার অনুভূতি জানিয়ে বলেন, আগে অনলাইনে পবিত্র এ ঘরের অনেক ছবি দেখেছি।

তখন এর আশপাশে মানুষের বিপুল সমাগম দেখেছিলাম। এখন চোখের সামনে কাবাঘর দেখার পর মনে হচ্ছে, তা কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। হজ আপন সত্তাকে আবিষ্কার করতে সহায়তা করে এবং নতুনভাবে পথ চলতে প্রেরণা জোগায়। মিনায় বিশ্বের বৃহত্তম তাবুনগরী ও জাপানের পর্যটন ক্যাম্পের মধ্যে কিছুটা মিল রয়েছে বলে আমার মনে হয়েছে। আরেক জাপানি নারী সায়মা হুন্দা বলেন, পবিত্র হজ করতে এসে আমার মধ্যে নতুন অনুভূতি তৈরি হয়েছে।

আপনি এখানে এসে শুধু হজের আনুষ্ঠানিক কার্যক্রম পালন করবেন না; বরং হজে এসে আপনার সঙ্গে সারা বিশ্বের মানুষের সঙ্গে পরিচয় ঘটবে। একটু ভেবে দেখুন, মুখে মাস্ক থাকায় অনেকে আমার মুখ দেখেনি; তবু এখানে আমার একটি পরিচিত টিম তৈরি হয়ে গেছে। সত্যিই তা আমার জন্য খুবই আনন্দদায়ক মুহূর্ত।

জাপানের আরেক নওমুসলিম নারী মুরামা তাসুকুগো এবার পবিত্র হজ পালন করেছেন। যখন তিনি মুয়াজ্জিনের কণ্ঠে আজানের সুমধুর ধ্বনি শুনতে পান তখন তার অন্তরে অন্য রকম অনুভূতি তৈরি হয়। এরপর থেকে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনা করেন এবং মুসলিম বন্ধুদের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এবার পবিত্র হজ পালন করে তার অন্তরে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় হয়েছে। এ ছাড়া তিনি ইসলামী জীবন সম্পর্কে গভীর ধারণ লাভের সুযোগ পেয়েছেন। সূত্র : সৌদি গেজেট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে