আন্তর্জাতিক ডেস্ক: রাধিকা মার্চেন্ট। যাকে বলে রূপে-গুনে লক্ষ্মী-সরস্বতীর সহাবস্থান। হবু বর অনন্ত আম্বানির সঙ্গে সম্প্রতি তাকে দেখা গিয়েছে দুবাইয়ে ঘুরে বেড়াতে। রাধিকার পরনে ছিল একটি নীল-সাদা শার্ট ড্রেস। যার দাম শুনলে চমকে যাবেন যে কেউ।
দেশের অন্যতম ধনী শিল্পপতি আম্বানিদের হবু ছোট বউ রাধিকা মার্চেন্টে। দুবাইয়ে হবু বর অনন্ত আম্বানির সঙ্গে তাকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রাধিকা এবং অনন্ত আম্বানির সেই ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে নীল-সাদা শার্ট ড্রেস পরে রয়েছেন রাধিকা।
রাধিকার এই পোশাকের দাম নাকি ৩ লক্ষ টাকা। একেই বোধ হয় বলে শখের দাম লাখ টাকা। একটি পোশাকেই তিন লক্ষ টাকা খরচ করে ফেলছেন রাধিকা। যদিও রাধিকা নিয়েও একজন দক্ষ শিল্পপতি। তার বাবার ব্যবসায় হাত লাগিয়েছেন।
অনন্ত আম্বানির সঙ্গে রাধিকার প্রেম পেজ ত্রিতে দীর্ঘ সময় থেকেছে। রাধিকার সঙ্গে অনন্তের বাগদানে খুব একটা রাজি ছিল না আম্বানি পরিবার। কিন্তু শোনা যায় ছেলের জেদের কাছে হার মানতে হয়েছে মুকেশ এবং নীতা আম্বানিকে।
আম্বানি পরিবারে স্টাইল স্টেটমেন্টে বরাবরই চমক তৈরি করেছেন নীতা আম্বানি। সম্প্রতি আমেরিকায় প্রেসিডেন্ট বাইডেনের দেওয়া প্রধানমন্ত্রী মোদীর জন্য নৈশভোজের আসরে দেখা গিয়েছিল নীতা আম্বানি এবং মুকেশ আম্বানিকে।
আম্বানিদের হবু ছোট পুত্রবধুও স্টাইল স্টেটমেন্টে কম যান না। যতবারই তাকে লাইম লাইটে দেখা গিয়েছে ততবারই নেটিজেনদের নজর কেড়েছেন রাধিকা মার্চেন্ট। সম্প্রতি দুবাই সফরে রাধিকার পরা পোশাকের দাম রীতিম শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাধিকার এই আইটফিটটি বেশ দাবি কোম্পানি ডিওরের তৈরি।