মঙ্গলবার, ০৪ জুলাই, ২০২৩, ১১:৫৪:১৫

অত্যাধুনিক স্কুটার এবার স্মার্টফোনের দামে, মাইলেজ ১১০ কিলোমিটার!

 অত্যাধুনিক স্কুটার এবার স্মার্টফোনের দামে, মাইলেজ ১১০ কিলোমিটার!

আন্তর্জাতিক ডেস্ক: হিরো মোটোকর্প গত বছর তার Hero Vida ব্র্যান্ডের অধীনে দুটি বৈদ্যুতিক স্কুটার Hero Vida V1 প্লাস এবং ভি ১ প্রো লঞ্চ করেছিল। এই স্কুটারগুলি যখন প্রথম বাজারে লঞ্চ করা হয়েছিল, তখন তাদের দাম ছিল যথাক্রমে ১.৪৫ লক্ষ এবং ১.৫৯ লক্ষ টাকা। পরে এই দামে কিছুটা হেরফের করা হয়। আপাতভাবে দাম বেশি মনে হলেও, স্মার্টফোনের দামে অত্যাধুনিক এই ইলেকট্রিক স্কুটার ঘরে নিয়ে আসতে পারেন।

Hero Vida V1 আত্মপ্রকাশের পরেই কার্যত নজির গড়েছিল। এখন এই বাহন কেনা অনেক সহজ। কারণ খুব সামান্য EMI এর বিনিময়ে আপনি এই ইলেকট্রিক স্কুটার বাড়ি আনতে পারবেন। মাসিক নূন্যতম ১৩ হাজার টাকার বিনিময়ে এই স্কুটার হতে পারে আপনার। রেঞ্জ বা মাইলেজ তো আরো অসাধারণ। একবার ফুল চার্জ করলে স্কুটার ছুটবে ১১০ কিলোমিটার।

ভিডা ভি১-এ রয়েছে ক্রুজ কন্ট্রোল, রাইডিং মোড, কীলেস কন্ট্রোল, এসওএস অ্যালার্ট, ফলো-মি হোম হেডল্যাম্প, ফাইন্ড-মি লাইট, এলইডি লাইটিং সহ আরও অনেক কিছু। বড় আন্ডার সিট স্টোরেজের কারণে ভিডা ভি ২ ও বেশ ব্যবহারিক বলে মনে হয়। এছাড়াও, রাইডারদের জন্য একটি ৭ ইঞ্চি টিএফটি স্ক্রিন রয়েছে যা স্মার্ট সংযুক্ত ফিচারের সাথে আসে। স্কুটারগুলি ওটিএ আপডেট পেতে পারে, তাই সম্ভাবনা রয়েছে যে তারা ভবিষ্যতে আরও ভাল এবং আরও ফিচার মুক্ত হবে। দ্রুত ওভারটেকের জন্য স্কুটারটিতে রিভার্স অ্যাসিস্ট, টু-ওয়ে থ্রোটল এবং বুস্ট মোডও রয়েছে। এ ছাড়া এতে রয়েছে সোয়াপেবল ব্যাটারি প্রযুক্তি।

এটিতে একটি লিম্প হোম সেফটি বৈশিষ্ট্য রয়েছে, যা স্কুটারের সর্বোচ্চ গতিকে ১০ কিমি প্রতি ঘন্টায় সীমাবদ্ধ করে এবং স্কুটারটি প্রায় শেষ হতে চলা ব্যাটারিতেও ৮ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। হিরো ভিডা ইলেকট্রিক স্কুটারের দাম ১ লক্ষ ২৬ থেকে ১ লক্ষ ২৮ হাজার টাকা। Flipkart থেকেও এই বাহন কিনতে পারবেন। টাকা একেবারে দিতে না পারলে রয়েছে EMI এর অপশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে