বৃহস্পতিবার, ০৬ জুলাই, ২০২৩, ০১:১০:৩৯

যুবকের মুখে প্রস্রাব মদ্যপ কর্মীর, পা ধুইয়ে ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী

যুবকের মুখে প্রস্রাব মদ্যপ কর্মীর, পা ধুইয়ে ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: আদিবাসী যুবকের পা ধুইয়ে দিলেন ভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ক্ষমাও চাইলেন আদিবাসী যুবকের কাছে। জনতাকে ‘ভগবান’ আখ্যা দিয়ে শিবরাজের দাবি, আদিবাসী যুবকের যন্ত্রণা ভাগ করে নিতে চেয়েছেন তিনি। 

আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করছেন ‘বিজেপি কর্মী’, সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই অস্বস্তিতে পড়েছে মধ্যপ্রদেশের গেরুয়া শিবির। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার তিনদিন পরে অভিনব উপায়ে ক্ষমাপ্রার্থনা শিবরাজের।

বৃহস্পতিবার সকালে ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকে পাঠানো হয় আদিবাসী যুবক দাষ্মান্ত রাভেকে। সেখানেই চেয়ারে বসিয়ে যুবকের পা ধুইয়ে দেন মুখ্যমন্ত্রী। যুবকের পা ধোয়ানোর ছবি টুইট করেন শিবরাজ। 

ক্ষমাপ্রার্থনা করে বিজেপি নেতা বলেন, “আমি খুবই দুঃখিত। দাষ্মান্তজির পা ধুইয়ে তার যন্ত্রণা ভাগ করার চেষ্টা করেছি। সেই সঙ্গে ক্ষমাও চাইছি তার কাছে। কারণ সাধারণ মানুষই আমার কাছে ঈশ্বর।” জানা গিয়েছে, দাষ্মান্তকে সঙ্গে নিয়ে ভোপালের একটি পার্কে বৃক্ষরোপণও করেন শিবরাজ।

ইতিমধ্যেই দুষ্মান্তের মুখে প্রস্রাব করার অভিযোগে জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে প্রবেশ শুক্লা নামে এক বিজেপি কর্মীকে। তারপরেই প্রবেশের বাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। মধ্যপ্রদেশ সরকারের তরফে বলা হয়, বেআইনি নির্মাণ রয়েছে ওই বিজেপি কর্মীর বাড়িতে। 

তবে সরকারি কর্মকর্তারা বুলডোজার নিয়ে প্রবেশের বাড়িতে পৌঁছলে তীব্র প্রতিবাদ করেন তার পরিবারের সদস্যরা। প্রবেশের বোন সাফ জানান, “একটা পুরনো ভিডিও নতুন করে প্রকাশ করা হচ্ছে, কারণ সামনেই নির্বাচন।” 

অভিযুক্ত নেতার বাবার দাবি, “আমার ছেলে কোনওভাবেই এটা করতে পারে না। আসলে ওকে ফাঁসাতে ষড়যন্ত্র চলছে। ভিডিওটা দেখে আমাদেরও খুব খারাপ লেগেছিল।” তবে পরিবারের কথাতেও চিঁড়ে ভেজেনি। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় প্রবেশের বাড়ি। তারপরের দিনই আদিবাসী যুবকের পা ধুইয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে