আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ১২ বছর ধরে স্বর্ণের দাম বাড়ছে। সেই অনুসারে গুরুত্বপূর্ণ ধাতুটির দর সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান মিডাস টাচ কনসাল্টিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ফ্লোরিয়ান গ্রুম্মেস এ পূর্বাভাস দিয়েছেন।
কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গ্রুম্মেস বলেন, ২০১১ সাল থেকে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাচ্ছে। সেই ধারাবাহিকতায় সর্বকালের সর্বোচ্চ দাম ২০৭৫ ডলার ছাড়িয়ে যেতে পারে এটি।
তিনি বলেন, বর্তমানে প্রতি আউন্সের দর ১৯২০ ডলারের আশেপাশে থাকছে। ধারণা করা হচ্ছে, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে স্বর্ণের দাম ৬০০ ডলার বাড়তে পারে।
গ্রুম্মেস দাবি করেন, আগামী ২ থেকে ৩ বছর নিরাপদ আশ্রয় ধাতুটির দর বাড়বে। ইতোমধ্যে আউন্সপ্রতি দাম ২৫০০ ডলার স্পর্শ করবে। একপর্যায়ে ৩৫০০ ডলারের দিকে অগ্রসর হবে। ২০২৬ সালে তা ৫০০০ ডলারে পৌঁছতে পারে।
তিনি বলেন, গত ১ যুগে এ ভিত্তি তৈরি হয়েছে। এরই মধ্যে স্বর্ণের ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে। অবশ্য আগামীতে মূল্যবান ধাতুটির দাম ওঠা-নামা করবে। তবে তা কখনই ১৮০০ ডলারের নিচে নামবে না। ব্যাপক সংকটের মুখে বর্তমান স্তর থেকে সর্বোচ্চ ৫০ ডলার মূল্য হ্রাস পেতে পারে দুঃসময়ের বন্ধু ধাতুটির।
এ প্রতিবেদন লেখার সময়, প্রতি আউন্স স্বর্ণ ১৯১৪ ডলার ৭০ সেন্টে বিক্রি হচ্ছে। শুক্রবার (৭ জুলাই) আগামী আগস্টে সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬৪ শতাংশ।
কিছুদিন ধরেই স্বর্ণের দাম দ্রুতগতিতে বাড়ছিল। তবে এরই মাঝে চলতি বছরের বাকি সময়ে আরও দুইবার সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন ফেডারেল রিজার্ভ (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল। এতে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট।
তবে এটা সাময়িক বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সামনে সুদের হার বৃদ্ধি প্রয়োজন হবে না বলে দাবি তাদের। এমনটি হলে মার্কিন মুদ্রা ডলারের তেজ কমে যাবে। বিপরীতে স্বর্ণের উজ্জ্বলতা তথা দর বাড়বে।