আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ২ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি চাল-গম। সরকারি এক কর্মসূচির আওতায় পাওয়া যাচ্ছে এই সুযোগ। এ জন্য সংগ্রহ করতে হবে একটি রেশম কার্ড। যারা আগে এই সুযোগ পাননি তাদের জন্যও সুখবর রয়েছে।
খাদ্য সুরক্ষা যোজনার আওতায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে রেশন কার্ড দেয়ার উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ডিজিটাল রেশন কার্ডের জন্য নির্দিষ্ট ফরম বণ্টন শুরু হয়েছে। ২ টাকা দিয়ে ফরমটি কিনে জমা দিলেই নতুন রেশন কার্ড পাওয়া যাবে।
রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের নতুন রেশন কার্ড দেওয়ার জন্য ফর্ম বিলি শুরু হচ্ছে।
বামপন্থীরা ইতিমধ্যে রাজ্যপাল ও স্পিকারকে রীতিমতো ডেপুটেশন দিয়ে অভিযোগ করেছে, বিরোধী বিধায়কদের অধিকাংশ কেন্দ্রে দু'টাকা কিলো দরে চাল-গম পাওয়ার নতুন ডিজিটাল রেশন কার্ড পৌঁছয়নি।
শাসকদলের বেশ কয়েকজন বিধায়কও খাদ্যমন্ত্রীকে অভিযোগ করেছেন, বিডিও বা ফুড ইনস্পেক্টরদের একাংশ সময় মতো ডিজিটাল রেশন কার্ড বিলি করছেন না। বিরোধীদের অভিযোগ অস্বীকার করলেও খাদ্যমন্ত্রী মেনে নিয়েছেন, মুখ্যমন্ত্রীর চালু করা ‘খাদ্যসাথী' প্রকল্পে সাড়ে সাত কোটির মধ্যে মাত্র ৮৩ লাখ দু'টাকার রেশন কার্ড প্রাপকদের হাতে পৌছতে বাকি আছে। তালিকাভুক্ত ৮৭ শতাংশ গ্রাহকের কাছে ইতিমধ্যে রেশন কার্ড পৌঁছে গেছে। বাকিদের কাছেও দু-চারদিনের মধ্যে পৌঁছবে।
খাদ্য সুরক্ষা যোজনা ১ ও ২ ফরম পাওয়া যাবে। ভোটের আগে বিরোধীদের অভিযোগ ভোঁতা করে দিতে যে মুখ্যমন্ত্রী ফের ৭ ফেব্রুয়ারি থেকে নতুন ফরম বিলির নির্দেশ দিয়েছেন তা বলাই বাহুল্য।
নির্বাচনে আগে রেশন কার্ড তৈরির এই ফরম গ্রামে-গঞ্জে শাসকদলকে আরও বাড়তি সুবিধা দেবে। কারণ, রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত ও পুরসভায় এখন তৃণমূল ক্ষমতায়। স্বভাবতই প্রশাসনিক সুবিধা থাকায় চটজলদি গ্রাহকদের হাতে রেশন কার্ড পৌঁছে দিতে পারবেন তৃণমূল জনপ্রতিনিধিরা। স্বভাবতই ফের রেশন কার্ডের জন্য নতুন ফরম বিলির সিদ্ধান্তে খুশি রাজ্যের শাসকদলের বিধায়করাও।
খাদ্যমন্ত্রীর ব্যাখ্যা, যে পরিবারের আয় মাসে দশ হাজার টাকার কম তাঁরা নতুন রেশন কার্ড দেখিয়ে দু'টাকা কিলো দরে চাল-আটা পাবেন। আর যাঁদের আয় দশ হাজারের বেশি তাঁরা রেশন কার্ড দেখিয়ে কেরোসিন পাবেন। পাসপোর্ট বা ভোটার কার্ডের ক্ষেত্রে পরিচয়পত্রের কাজ করবে নতুন রেশন কার্ড। যা দেখিয়ে তেরো টাকা কিলো দরে চাল এবং ৯ টাকা কিলো দরে গম পাওয়া যাবে।
০১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস