শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ১২:১৫:২৬

কৃষিজীবী থেকে ৩১১ বিলিয়ন ডলারের টাটা গ্রুপের চেয়ারম্যান

কৃষিজীবী থেকে ৩১১ বিলিয়ন ডলারের টাটা গ্রুপের চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৭ সালে টাটা সন্সের চেয়ারপার্সন হন চন্দ্রশেখরন। বর্তমানে ৩১১ বিলিয়ন ডলারের টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখর বিশ্বের সবচেয়ে আইকনিক ব্যবসায়ী নেতাদের একজন। ২০২২-২০২৩ আর্থিক বছরে তিনি লাভের উপর কমিশন হিসাবে ১০০ কোটি টাকা সহ মোট ১১৩ কোটি টাকা উপার্জন করেছেন। 

তার আগের অর্থ বছরে তিনি ১০৯ কোটি টাকা আয় করেছিলেন। গত দুই অর্থ বছরে তিনি মোট ২২২ কোটি টাকা আয় করেছেন। টাটা গ্রুপের একটি বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে টাটা গ্রুপের পরিচালক, সৌরভ অগ্রবাল ২৭.৮২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

চন্দ্রশেখরন জন্ম গ্রহণ করেন তামিলনাড়ুর মোহানুরে। চন্দ্রশেখরন ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। তিনি গ্রামের সরকারি স্কুল থেকে পড়াশোনা করেই বিজ্ঞান বিষয়ে পড়তে আগ্রহী হন। চন্দ্রশেখরন কোয়েম্বাটোর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ফলিত বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করে চলে আসেন তিরুচিরাপল্লীতে।

সেখানে রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমসিএ ডিগ্রি লাভ করেন। এরপর শুরু হয় কর্মজীবন। চন্দ্রশেখরন ১৯৮৭ সালে টিসিএসে যোগদান করেন। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে তিনি টিসিএসের সিইও হন এবং ২০০৯ সালে তিনি টিসিএস ফার্মের সিইও হন। এর মাঝেই তার বেতনও বৃদ্ধি পায় দ্রুত। 

২০১৯ সালে তার মূল পারিশ্রমিক ছিল ৬৫ কোটি টাকা, যা ২০২১-২০২২ সালে বেড়ে দাঁড়ায় ১০৯ কোটি টাকা। এন চন্দ্রশেখরন জীবনের শুরুর দিনগুলিতে কৃষিকাজেও যুক্ত ছিলেন, যা ভাবলে অবাক হতে হয়। তবে, সেই কাজ তিনি পছন্দ করতেন না। পরে তিনি কৃষকাজ ছেড়ে অন্যত্র কর্মজীবন করার সিদ্ধান্ত নেন। 

তার এই বলিষ্ঠ সিদ্ধান্তের জন্যই তিনি আজ বিশ্বের সবচেয়ে আইকনিক ব্যবসায়ী নেতাদের একজন। শুধু তাই নয়, তিনি একসময়ে একজন ম্যারাথন দৌড়বিদও ছিলেন। তিনি ম্যারাথন এবং অর্ধ-ম্যারাথনে অংশ নিতে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে ২০০৮ সালে তিনি ম্যারাথন দৌড়ানো শুরু করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে