শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১০:৪০:৪২

ফের আসছে ঘুর্ণিঝড়!

ফের আসছে ঘুর্ণিঝড়!

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণাবর্তের চোখ রাঙানি! অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা। কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই।

এই মুহূর্তে গোরক্ষপুর দ্বারভাঙা থেকে বালুঘাট হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। এছাড়াও একটি ঘুর্ণিঝড় অবস্থান করছে বিহার এবং উত্তরপ্রদেশের উপর। বিহারের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। আর এর জন্যই মূলত দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া? সকাল থেকেই মুখ ভার আকাশের। এদিন দিনভর কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি এবং শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম,নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনাতে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকবে। এছাড়াও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? শনিবার থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি। শনিবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহাল জেলায়।

রবিবারও ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় রবিবার হতে পারে ভারী বৃষ্টি। কেমন থাকবে দেশের আবহাওয়া? অন্ধ্রপ্রদেশ উপকূলে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে পারে উত্তর-পশ্চিম ভারত , পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে। অগাস্ট মাসে এল নিনোর জন্য বৃষ্টি অপেক্ষাকৃত কম হতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ। আগামী সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচলপ্রদেশ, সিকিম, বিহার এবং ঝাড়খণ্ডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে