শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ০২:৪৭:৪৬

বিকট শব্দে কেঁপে উঠলো কোচবিহার, শহর জুড়ে হইচই!

বিকট শব্দে কেঁপে উঠলো কোচবিহার, শহর জুড়ে হইচই!

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের কোচবিহারে আচমকাই বিকট শব্দ। কার্যত একেবারে পিলে চমকানো শব্দ। শহর জুড়ে হইচই পড়ে যায়। কোথা থেকে কীভাবে এই শব্দ এলো সেটাই মূল রহস্যের। এমনকী পরিস্থিতি এমন হয় যে রাস্তাতেও লোকজন বেরিয়ে পড়েন। কিন্তু এত বিকট শব্দ কীভাবে হল? 

এই বিকট শব্দ এলোই বা কোথা থেকে? শহর জুড়ে এনিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। বাসিন্দাদের দাবি. অনেকে ঘরেতে ঘুমিয়ে ছিলেন। দুপুরের ভাতঘুমটা সবে শেষ হব হব করছে। এমন সময় বিকট শব্দ। চারদিকে কেঁপে ওঠে শব্দে। এমনকী ঘুম ভেঙে যায় এমন পরিস্থিতি। 

পথচলতি লোকজন মাথায় কানে হাত চেপে বসে পড়েন। তবে যেভাবে ঠিক বাজ পড়ে তেমন শব্দ ঠিক নয়। এই শব্দ যেন অন্যরকম। তবে কি দিনহাটাতে বোমা ফাটল নাকি? কিন্তু দিনহাটাতে বোমা ফাটলে তার আওয়াজ কোচবিহার শহরে আসবে কী করে? 

আবার শহরের পাশাপাশি, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ থেকেও এই শব্দ মেলে। এরপরই এ নিয়ে খোঁজ খোঁজ শুরু হয়ে যায়। তবে কি অশুভ কিছু নাকি? এদিকে শহরে নানা চর্চা শুরু হয়ে যায়। শহরের মধ্যেই রাজবাড়ি, মদনমোহন মন্দিরের মতো ঐতিহাসিক স্থান রয়েছে। 

রাজ আমলের শহর এই কোচবিহার। অতীতে ভূমিকম্পে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজবাড়ি। তবে কি অশুভ কোনও ইঙ্গিত? কিন্তু ভূমিকম্পের মতো ঠিক কম্পনও নয়। আবার বিমান ভেঙে পড়েছে এমনটাও নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হয়তো মেঘ বিস্ফোরণের জন্য এমনটা হতে পারে। 

সাধারণত ছোট জায়গার মধ্যে এই ক্লাউডবার্স্ট হতে পারে। তবে সবটাই অনুমান করা হচ্ছে। অনেকের মতে, এটি সোনিক বুম। সুপারসোনিক কোনও বিমান গেলেও সোনিক বুম হতে পারে অর্থাৎ শব্দাঘাত। এটা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে