শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ০৭:৪৫:৪২

হঠাৎ ভারতের এই রাজ্যের নাম বদলের সিদ্ধান্ত!

হঠাৎ ভারতের এই রাজ্যের নাম বদলের সিদ্ধান্ত!

আন্তর্জাতিক ডেস্ক: আর নয় কেরালা। এবার 'ভগবানের আপন দেশ'-এর নাম হতে চলেছে 'কেরালাম'। দক্ষিণ ভারতের এই প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা কেরালার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির বাম সরকার। কিন্তু, আচমকা কেন এই পদক্ষেপ?

বুধবার পিনারাই বিজয়নের সরকার কেরালা বিধানসভায় এই নাম বদল নিয়ে একটি প্রস্তাবও পাশ করিয়ে ফেলেছে। এখন কেবল অপেক্ষা কেন্দ্রের সিলমোহরের। মোদি সরকারের সবুজ সংকেত এলেই এবার থেকে কেরালা নয় কেরালাম বলেই ডাকা হবে ব্যাকওয়াটার্সের রাজ্যকে।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্য বিধানসভায় কেরালার নাম ‘কেরালাম’ করার প্রস্তাব পেশ করেন। যাতে কেবলমাত্র বাম বিধায়করাই যে সমর্থন জানিয়েছেন তা নয়, কংগ্রেস বা অন্যদলও আপত্তি করেনি। উল্টো বিজয়নের এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছে কংগ্রেস।

কেন আচমকা নাম বদল? কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, 'মালয়ালম ভাষায় রাজ্যের নাম কেরালা নয় কেরালাম বলেই উচ্চারিত হয়। ১ নভেম্বর ১৯৫৬ সালে ভাষা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই রাজ্যগুলি গঠিত হয়েছিল। 

দেশের মালায়ালামভাষীদের জন্য একটি যুক্ত রাজ্য গঠনের প্রয়োজনীয়তা। দক্ষিণ ভারতের এই অংশের নাম তখন কেরালা রাখা হয়। স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই দৃঢ়ভাবে এই দাবি উঠে এসেছে। মালয়ালমভাষীদের এই রাজ্যের নাম সংবিধানে সেই থেকে কেরালা হিসেবেই নথিভুক্ত হয়। 

সেই থেকেই এটি কেরালা হিসেবে উচ্চারিত হয়। কিন্তু, আদপে মালয়ালম ভাষায় এই রাজ্যের নাম কেরালাম হওয়া উচিত।' মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেন্দ্র সরকারের কাছে সংবিধানের অষ্টম শিডিউল অনুযায়ী, রাজ্যটির নাম সমস্ত অফিশিয়াল নথিতে কেরালার পরিবর্তে কেরালাম করার অনুরোধ জানিয়েছেন।

বিধানসভায় সর্বসম্মতিক্রমে নাম বদলের প্রস্তাব গৃহীত হয়েছে বুধবারই। রাজ্য বিধানসভায় কেরালার নতুন নামকরণের প্রস্তাব পাশ হলেও কেন্দ্রের সম্মতি ছাড়া তা কার্যকর হবে না। ইতিমধ্যেই নতুন নামের প্রস্তাব দিল্লীতে মোদী সরকারের কাছে পাঠানো হয়েছে। 

সেই প্রস্তাবে সবুজ সংকেত মিললেই 'ভগবানের আপন দেশ'-এর নাম হবে কেরালাম। উল্লেখ্য, কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা পশ্চিমবঙ্গের নাম বদল করার উদ্যোগ নিয়েছিলেন। পশ্চিমবঙ্গের বদলে ‘বাংলা’ করার প্রস্তাব পাশ করেন বিধানসভায়। কিন্তু, সেই প্রস্তাবে দিল্লী সিলমোহর দেয়নি। পশ্চিমবঙ্গ নামটিই রয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে