মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ০৪:৫২:৪৭

এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল চীন

এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তানে সদ্য ২৩ জন চীনা নাগরিকের কনভয়ে হয়েছে ভয়াবহ হামলা। সেই বিস্ফোরণের ঘটনা মোটেও ভালোভাবে দেখছে না চীন। শি জিনপিংয়ের প্রশাসনের তরফে পাকিস্তানের কাছে ওই হামলার ঘটনা নিয়ে এসেছে কড়া বার্তা। 

পাকিস্তানের ‘সব মরশুমের বন্ধু’ চীন সাফ ভাষায় জানিয়েছে, হামলার ঘটনায় অভিযুক্তদের ‘শাস্তি দিতে হবে’। পাকিস্তানের বালুচিস্তান সদ্য কেঁপে উঠেছিল ভয়াবহ বিস্ফোরণের ঘটনায়। বালুচিস্তানে ২৩ জন চীনা নাগরিককে নিয়ে যাচ্ছিল একটি কনভয়। আর সেই কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটে। 

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এদিকে, বিষয়টি নিয়ে কড়া ভাষায় বেজিং মন্তব্য করেছে। চীন, ঘটনার জেরে সত্ত্বর তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সন্ত্রাসী হামলার কড়া নিন্দা করছে চীনা দূতাবাস। 

করাচিতে দূতাবাস এবং কনস্যুলেট জেনারেল অবিলম্বে আপৎকালীন পদক্ষেপ করে, পাকিস্তানি কর্তৃপক্ষকে এই হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য বলা হয়েছে, অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য বলা হয়েছে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না হয়, তার জন্য যথোপোযুক্ত পদক্ষেপ করতে বলা হয়েছে।’

এছাড়াও পাকিস্তানে অবস্থিত চীনা নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে বেজিং। কোনও রকমের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এমন বোধ করলেই যাতে চীনের নাগরিকরা পাকিস্তানে নিজের নিরাপত্তায় পদক্ষেপ করতে পারেন, তারও বার্তা দেওয়া হয়েছে। 

চীনা দূতাবাস বলছে,' বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, চীনা দূতাবাস পাকিস্তানে চীনা নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপত্তা ঝুঁকির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলছে। তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও বার্তা দেওয়া হচ্ছে।' 

এরপর কার্যত নিজের অবস্থান স্পষ্ট করে চীনের তরফে বলা হয়েছে, ‘চীন, পাকিস্তানের সঙ্গে এগিয়ে যাবে সন্ত্রাস দমনের রাস্তায়। চীনের তরফে নিজের নাগরিকদের রক্ষা, সেখানে প্রতিষ্ঠানগুলি রক্ষা, পাকিস্তানের প্রজোক্টের নিরাপত্তা রক্ষা’-র ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে একযোগে লড়াই করে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে