আন্তর্জাতিক ডেস্ক: মত্ত অবস্থায় আইফেল টাইওয়ারে ঘুম। পরে পুলিশ যেতেই উপর থেকে ঝাঁপ। ঘটনার জেরে রীতিমতো হুলুস্থূল পড়ে যায় মধ্য প্যারিসে। পাশাপাশি ঐতিহ্যবাহী ফরাসি মিনারের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই নিয়ে গত পাঁচদিনের মধ্যে দ্বিতীবার খবরের শিরোনামে এলো আইফেল টাওয়ার।
ফরাসি সংবাদ সংস্থা AFP জানিয়েছে, গত সোমবার আইফেল টাওয়ারের মধ্যে দু'জনকে শুয়ে থাকতে দেখেন পর্যটকদের একাংশ। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা। পর্যটকদের ওই মিনার চত্বর থেকে কিছুক্ষণের জন্য বের করে দেন তারা।
তবে ওই দুই ব্যক্তিকে টাওয়ার থেকে নামাতে রীতিমতো হিমসিম থেকে হয় ফরাসি পুলিশকে। নীচে জাল পেতে নানা ভাবে তাদের নামানোর চেষ্টা চালাল তাঁরা। শেষে উপর থেকে জালের উপর ঝাঁপ দেন ওই দু'জন।
এরপর ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে প্যারিস পুলিশের সদর দফতরে নিয়ে যাওয়া হয়। ফরাসি প্রশাসন সূত্রে খবর, ধৃত দুই অভিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। পুলিশের অনুমান, রোববার আইফেল টাওয়ার চত্বরে ঢোকেন ওই দু'জন। সেখানকার রেস্তোরাঁয় মদ্যপান করেন তারা। এর পরই মত্ত অবস্থায় ওই দু'জন টাওয়ারের উপরে ওঠেন।