বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ০৭:৪১:০১

বাংলাদেশ থেকে সৌদি যেতে চান তাদের জন্য সুখবর!

বাংলাদেশ থেকে সৌদি যেতে চান তাদের জন্য সুখবর!

আন্তর্জাতিক ডেস্ক: সুখবর, বাংলাদেশসহ ২৯ দেশ থেকে গৃহকর্মী নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। বুধবার (১৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে নারী কর্মীদের সুরক্ষায় তৈরি করা আইটি প্লাটফর্ম মুসানেদ জানিয়েছে, গত মাসে দেশটিতে ৭৫ হাজার ৬৫৩ জন গৃহকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আর এ নিয়োগের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত ও ইথিওপিয়া।

গৃহকর্মীদের মধ্যে পুরুষ ও নারী উভয় নিয়োগ দেওয়া হচ্ছে। যেসব সেক্টরে গৃহকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নিরাপত্তা প্রহরী, চালক, বাড়ির কৃষক ও বাবুর্চি।

এদিকে, সম্প্রতি বিভিন্ন দেশ থেকে বিদেশি গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ খরচের সীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। জানা যায়, গৃহকর্মী নিয়োগে উগান্ডা থেকে ৯ হাজার ৫০০ রিয়াল, থাইল্যান্ড থেকে ১০ হাজার রিয়াল, কেনিয়া থেকে ১০ হাজার ৮৭০ রিয়াল, বাংলাদেশ থেকে ১৩ হাজার রিয়াল, শ্রীলঙ্কা থেকে ১৫ হাজার রিয়াল, ফিলিপাইন থেকে ১৭ হাজার ২৮৮ রিয়াল, বুরুন্ডি থেকে ৭ হাজার ৫০০ ও ইথিওপিয়া থেকে ৬ হাজার ৯০০ রিয়ালের মধ্যে রাখতে হবে।

এ খরচের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারিভাবে নিয়োগের ক্ষেত্রে মুসানেদের মাধ্যমে চুক্তি পরিচালনা করতে হবে।

২০১৫ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গৃহকর্মী নেওয়ার জন্য চুক্তি হয়। এর মাধ্যমে সাত বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি শুরু হয়েছে। সৌদি সরকার তখন ২ লাখের বেশি নারীকর্মীর চাহিদা জানিয়েছিল। বিপরীতে বাংলাদেশ প্রতি মাসে ১০ হাজার নারী গৃহকর্মী পাঠানোর কথা বলে। এখন পর্যন্ত সব মিলিয়ে ৩ লাখের বেশি বাংলাদেশি গৃহকর্মী সৌদি আরবে কাজ করছেন বলে জানা যায়।

সাম্প্রতিক বছরগুলোতে নির্যাতনের শিকার হয়ে বিপুল সংখ্যক নারী গৃহকর্মী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে অনেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগও করেছেন অনেকে। সূত্র: গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে