শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ০২:০৯:৩৯

৯২ বছর বয়সে ফের একবার প্রেমে পড়লেন ধনকুবের

৯২ বছর বয়সে ফের একবার প্রেমে পড়লেন ধনকুবের

আন্তর্জাতিক ডেস্ক: ৯২ বছর বয়সে মিডিয়া মোগল রুপার্ট মারডক ফের নতুন করে প্রেমে পড়লেন‌। তার বর্তমান প্রেমিকা ৬৬ বছর বয়সী এলেনা জুকোভা। পেশায় একজন মলিক্যুলার বায়োলজিস্ট। মারডক এবং জুকোভাকে সম্প্রতি সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা গেছে। 

তবে দুই‌জনে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা করেন ধনকুবের রুপার্ট মারডক। যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার নাম অ্যান লেসলি স্মিথ (৬৬)। 

তিনি আমেরিকার সান ফ্রান্সিসকোর একজন প্রাক্তন পুলিশ চ্যাপলেইন (পুলিশের বিশেষ পরামর্শক)। কিন্তু বাগদানের দু’‌সপ্তাহের মধ্যে তাঁদের বিচ্ছেদ হয়। প্রসঙ্গত, রুপার্ট মারডক অস্ট্রেলিয়ার মিডিয়া কোম্পানি নিউজ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান। 

তার বর্তমান বান্ধবী এলেনা জুকোভা মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মেডিকেল রিসার্চ ইউনিটে আণবিক জীববিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, রুপার্ট মারডক তার তৃতীয় স্ত্রী চীনা বংশোদ্ভূত ওয়েন্ডি ডেংয়ের মাধ্যমে জুকোভার সঙ্গে পরিচিত হন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে