আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সম্প্রতি ২৭ জন অভিবাসীর মৃত্যু ঘটেছে। জানা গিয়েছে, তাদের তিউনিসিয়া থেকে লিবিয়া সীমান্তের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়েই দুঃখজনক এই ঘটনা ঘটে। লিবিয়া এই খবর নিশ্চিত করেছে।
জানা গিয়েছে, লিবিয়ার সীমান্তরক্ষীরা উত্তর সীমান্তের দক্ষিণে এক বিস্তীর্ণ অঞ্চলে, যেটি প্রকারান্তরে মরুভূমি, মৃতদেহগুলি খুঁজে পেয়েছেন। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সঙ্গে আবহাওয়াও স্বাভাবিক ভাবেই অত্যন্ত গরম।
অভিবাসীরা জানিয়েছেন, এই রকম প্রতিকূল আবহাওয়ার মধ্যে পানি বা খাবার বা বিশ্রাম ছাড়াই তাদের টানা কয়েকদিন ধরে হাঁটতে বাধ্য করেছে তিউনিসিয়া। শরণার্থী ও অভিবাসীদের এই তীব্র গরমের মধ্যেই শহর বা গ্রাম থেকে দূরে একটি প্রান্তরে বিতাড়িত করছে তিউনিসিয়া।
এমনই অভিযোগ করেছে লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী এবং অধিকাররক্ষার আন্দোলনে সামিল গোষ্ঠীগুলি। জুলাই মাসে তিউনিসিয়ার বন্দরনগরী স্ফ্যাক্সে এক ঘটনায় নিহত হন এক তিউনিসীয়। এই ঘটনার কয়েকদিন পরেই আফ্রিকান অভিবাসী এবং শরণার্থীদের বিতাড়ন করা শুরু হয় সেখানে।
লিবিয়ার সীমান্তরক্ষীরা জানিয়েছে, তিউনিসিয়া থেকে বিতাড়িত হওয়ার পরে প্রতিদিন গড়ে ১৫০ জন মানুষ লিবিয়ায় প্রবেশ করছেন! তিউনিসিয়ার সীমান্তের কাছে লিবিয়ার মরুভূমিতে সাম্প্রতিক সময়ে অন্তত ২৭ জন মারা গেছে। লিবিয়ান সরকারের মুখপাত্র মোহাম্মদ হামুদা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: এপি