রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ০২:১৯:০২

১৯ বছর পর বিরল ঘটনা, ৩০ দিনের পরিবর্তে ৫৯ দিনে মাস

১৯ বছর পর বিরল ঘটনা, ৩০ দিনের পরিবর্তে ৫৯ দিনে মাস

আন্তর্জাতিক ডেস্ক: শ্রাবণ মাস হলো মহাদেবের মাস। এই মাসে দেব-দেবীদের বিশেষ আরাধনা করে থাকেন ভক্তরা। এটি ভারত জুড়ে এবং বিশ্বের অন্যান্য জায়গায় লাখ লাখ হিন্দু সম্প্রদায়ের জন্য আধ্যাত্মিক ভক্তি, উপবাস ও উদযাপনের একটি সময়। 

সাধারণত, ভারতে বর্ষা ঋতুর আগমনের সময় জুলাই এবং আগস্ট মাসে এ পুজা হয়। বৃষ্টিকে শিবের আশীর্বাদ এবং জীবনের পুনর্নবীকরণের প্রতীক বলে বিশ্বাস করা হয়। কবে শুরু হবে শ্রাবন ২০২৩?

এ বছর শ্রাবণ মাস শুরু হবে ৪ জুলাই থেকে এবং শেষ হবে ৩১শে আগস্ট। অর্থাৎ শ্রাবণ মাস ৩০ দিনের পরিবর্তে ৫৯ দিনের হবে। এই কারণে এ বছর ৪টির পরিবর্তে ৮টি শ্রাবণ সোমবার পড়তে চলেছে। 

কেন এই বছরের শ্রাবন বিশেষ? ১৯ বছর পর কি বিরল ঘটনা ঘটছে? এবার শ্রাবণ মাসে ১৯ বছর পর মলমাসও পড়তে চলেছে। সেক্ষেত্রে শ্রাবণ শুরুর প্রথম ১৩ দিন অর্থাৎ ৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলার পর, ১৮ জুলাই থেকে ১৬ অগাস্ট পর্যন্ত মালমাস চলবে। মলমাস শেষ হবে অমাবস্যায়। 

এর পরে ১৭ অগাস্ট থেকে ফের শ্রাবণ শুরু হবে, যা ৩১ অগাস্ট পর্যন্ত চলবে। অর্থাৎ এই বছর শ্রাবণ চলবে পুরো দু-মাস ধরে। ২০২৩ সালের শ্রাবণ মাসের সোমবার পড়েছে আটটি ১০ জুলাই, ১৭ জুলাই, ২৪ জুলাই, ৩১ জুলাই, ৭ আগস্ট, ১৪ অগাস্ট, ২১ আগস্ট, ২৮ আগস্ট।

অনেক লোক সারা শ্রাবণ মাসে উপবাস পালন করে। বিশেষ করে সোমবারে, যা ভগবান শিবের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তরা নির্দিষ্ট খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকে এবং কঠোর নিরামিষ খাদ্য বজায় রাখে। কিছু মানুষ আবার সম্পূর্ণ নির্জলা উপবাসও পালন করে।

শ্রাবণে উপবাস ছাড়াও, হিন্দু সম্প্রদায়ের ভগবান শিব এবং মা পার্বতীকে উত্সর্গীকৃত কানওয়ার যাত্রাও শ্রাবণ মাসে উদযাপন করা হয়। এই আচারে ভগবান শিবের ভক্তরা জল ভরতির কলসির বাঁক কাঁধে নিয়ে যাত্রা করে। জাফরান রঙের পোশাক পরে এবং শিবের মন্দিরগুলোতে পায়ে হেঁটে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে