মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ০২:৪৫:৩৯

ভারতের প্রবীণ আলেম মাওলানা গুলজার আহমদ আজমি বেঁচে নেই

ভারতের প্রবীণ আলেম মাওলানা গুলজার আহমদ আজমি বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রবীণ আলেম মাওলানা গুলজার আহমদ আজমি ইন্তেকাল করেছেন। জমিয়ত উলামায়ে হিন্দের নানা পদে দীর্ঘ ৬৯ বছর ধরে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ তিনি সংগঠনটির আইনি সহায়তা কমিটির সেক্রেটারি হিসেবে কারাবন্দি নিরপরাধ মুসলিমদের মুক্তির জন্য দীর্ঘ তিন দশক ধরে কাজ করেন। গত রবিবার (২০ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে ৮৯ বছর বয়সে মারা যান তিনি।

মাওলানা গুলজার আহমদ ১৯৩৪ সালের ১ মে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত উর্দু মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি দারুল উলুম ইসলামিয়াতে পড়েন। মূলত তখন থেকেই দাঙ্গা ও সংঘাতে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো শুরু করেন।

১৯৭০ সালে ভিওয়ান্ডি ও জলগাঁও দাঙ্গার সময় সামাজিক কাজ করেন। তখন তিন শতাধিক মুসলমান গ্রেপ্তার হলে তিনি তাদের পরিবারের পাশে দাঁড়ান। ১৯৯৩ সালে বিস্ফোরণ ঘটনার তদন্তের জন্য গঠিত জমিয়তের প্রতিনিধি হিসেবে আজমি শ্রীকৃষ্ণ কমিশনকে সহায়তা করেন। তদন্ত প্রতিবেদন তৈরিতে সহযোগিতার জন্য জমিয়ত তখন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

গুলজার আহমদ আজমির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘মাওলানা গুলজার আহমদ খুবই অল্প বয়সে শায়খুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানি ও জমিয়তের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পুরো জীবন সেবা দিয়ে গেছেন।’ 

তিনি আরো বলেছেন, ‘বিভিন্ন ঘটনায় নির্বিচারে গ্রেপ্তার হওয়া নিরপরাধ মুসলিমদের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। মানুষের অভিযোগ শুনতে তিনি ২৪ ঘণ্টা অফিসে কাটাতেন। তাই তার বিরুদ্ধে অনেকে বন্দিদের সহায়তার অভিযোগ আনেন।

তার নির্ভীক বলিষ্ঠ কণ্ঠস্বর তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মহান আল্লাহ তাঁর সব কাজের উত্তম বিনিময় দান করবেন।’ এ ছাড়া তাঁর মৃত্যুতে সমাজবাদী পার্টির সভাপতি ও বিধায়ক আবু অসীম আজমি ও স্থানীয় বিধায়ক আমিন প্যাটেল সমবেদনা জানান। সূত্র : সিয়াসাত ডেইলি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে