মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ০৪:৩১:১৪

চারটি নতুন ক্যামেরা সেন্সরের উপর কাজ করছে স্যামসাং

চারটি নতুন ক্যামেরা সেন্সরের উপর কাজ করছে স্যামসাং

আন্তর্জাতিক ডেস্ক : মোবাইলের ক্যামেরা সেন্সর সবসময় যে খুব কাজে আসে তা নয়। তারপরও ক্যামেরা সেন্সর বড় হলে তা লাইট আরও বেশি ধরতে পারে। তখন ছবির কোয়ালিটি হয় ভালো। মোবাইলে মেগাপিক্সেল নাম্বার বেড়েই চলেছে। কিছু বড় কোম্পানি ইতোমধ্যে বড় ও কার্যকরী সেন্সর তৈরি করেছে। তবে এক ইঞ্চি দীর্ঘ সেন্সর ও তাতে ৪৪০ মেগাপিক্সেল ক্যামেরার মার্জিনে গিয়েছে স্যামসাং।

চারটি নতুন ক্যামেরা সেন্সরের উপর কাজ করছে স্যামসাং, 2023 সালের শুরুতেই 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Galaxy S23 Ultra লঞ্চ করে সবাইকে চমক দিয়েছিল স্যামসাং। এবার শোনা যাচ্ছে, 1 ইঞ্চি 440 মেগাপিক্সেল ক্যামেরার ওপর কাজ করছে সংস্থাটি। যদিও এই ক্যামেরা স্মার্টফোনের জন্য নাকি অন্য কিছু তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বলা হচ্ছে, নতুন এই সেন্সরটি সনির আইএমএক্স ৯৮৯ সেন্সরের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। আর এই সেন্সরটি সম্ভবত পরবর্তী গ্যালাক্সি সিরিজে দেখতে পাওয়া যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে