মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ০৮:৪১:৫৫

পাস করিয়ে দিতে উত্তরপত্রের ভেতর টাকা অতঃপর যা করলেন শিক্ষক

পাস করিয়ে দিতে উত্তরপত্রের ভেতর টাকা অতঃপর যা করলেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক : খবরের শিরোনামের দিকে নজর রাখলেই চোখে পড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। আর টাকা দিয়ে যে শিক্ষাকে ‘কেনা’ যায় তা যেন বুঝে গেছে শিক্ষার্থীরাও। তাই তো পরীক্ষায় পাস করানোর জন্য খাতার সঙ্গেই শিক্ষককে টাকা দিয়েছে একদল ছাত্র। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ভারতে এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে সামাজিক মাধ্যমে ছবি ছড়ানোর পর, যা দেখে বিস্মিত সবাই।

বোর্ড পরীক্ষায় ভালো ফলের জন্য অনেক ছাত্রছাত্রীই কঠোর অধ্যাবসায় করে। তবে অনেকে আবার পরীক্ষার জন্য প্রস্তুতি না নিয়ে বরং কৌশল রপ্ত করে পাস করতে চায়। যার জন্য কখনো পরীক্ষার হলে করে চিটিং, আবার কখনও শিক্ষককে টাকা দেয়ারও প্রস্তাব দেয়। ঠিক যেমনটা করেছে একদল শিক্ষার্থী। পরীক্ষায় পাস করানোর জন্য শিক্ষার্থীদের দেয়া সেই টাকার ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

ছাত্রদের উত্তরপত্রের সঙ্গে শিক্ষককে টাকা দেয়ার ছবি এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন ভারতের আইপিএস অফিসার অরুণ বোথরা। যা দেখে নেটিজেনদের মত, ‘শিক্ষা ব্যবস্থার করুণ’ চিত্রই উঠে এসেছে এতে। 

ছবিতে ২০০, ৫০০ এবং ১০০ রুপির বেশ কিছু নোট দেখতে পাওয়া যায়। এই নোটগুলোই ছাত্ররা তাদের বোর্ড পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে রাখে, যাতে শিক্ষক তাদের পাস করিয়ে দেন। উত্তরপত্রের সঙ্গে শিক্ষককে টাকা দেয়ার ছবি পোস্ট করেছেন ভারতীয় আইপিএস অফিসার অরুণ বোথরা।

আইপিএস অফিসার ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই ছবিটি আমাকে এক শিক্ষক পাঠিয়েছেন। সব নোটগুলো পাস নম্বর দেয়ার অনুরোধ করে বোর্ড পরীক্ষার উত্তরপত্রের ভেতরে শিক্ষার্থীরা রেখে দিয়েছিল। ছবিটি আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী এবং সমগ্র শিক্ষা ব্যবস্থার বিষয়ে অনেক কিছু বলে দেয়।’

পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। শিক্ষা ব্যবস্থার এমন চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সবাই। অনেক শিক্ষক তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। ‘দুর্ভাগ্যজনক’ ঘটনা বলেও বর্ণনা করেছেন অনেকে। আবার কেউ কেউ বলছেন, সবকিছু টাকা দিয়ে কেনা যায়, এমন ধারণা ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাথায় ঢুকে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে