শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ০১:১১:২৭

২৬০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড!

২৬০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক পরিবেশ সুরক্ষা সংস্থা (এআরপিএ) শুক্রবার বলেছে, ইতালির মিলানে ২৬০ বছরের মধ্যে সর্বোচ্চ গড় দৈনিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির অধিকাংশ অংশেই তাপপ্রবাহ চলছে।

মিলানো ব্রেরা আবহাওয়াকেন্দ্র বুধবার গড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা ১৭৬৩ সালে তাপমাত্রা রেকর্ড করা শুরুর পর থেকে সর্বোচ্চ। এর আগে ২০০৩ সালে শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার সে রেকর্ড ভেঙে গেল।

সংস্থাটি বলেছে, ইতালীয় আল্পসও ‘তীব্র ও অস্বাভাবিক’ তাপমাত্রায় আক্রান্ত হয়েছে। তবে তাপপ্রবাহটি শেষ হতে চলেছে। আগামী কয়েক দিনের মধ্যে প্রবল বজ্রঝড়ের পূর্ভাবাস দিয়েছে তারা।

গ্রিনহাউস গ্যাসের নির্গমন ক্রমবর্ধমান তীব্র ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহকে সক্রিয় করছে, বিশেষ করে ইউরোপে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, এটি বিশ্বের দ্রুততম উষ্ণায়ন মহাদেশ। সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে তাপপ্রবাহ একটি। প্রতি বছর প্রতিরোধযোগ্য তাপ সম্পর্কিত কারণে কয়েক হাজার মানুষ মারা যায়। সূত্র : এএফপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে