আন্তর্জাতিক ডেস্ক: দেখতে দেখতে কেটে গিয়েছে ৪০ বছর। এত বছর পরে গ্রিসের মাটিতে পা পড়ল কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর। এর আগে ১৯৮৩ সালে গ্রিস সফরে গিয়েছিলেন দেশের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
৪০ বছর পর কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধানের গ্রিস সফর বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভূমধ্যসাগরীয় দেশটির গুরুত্ববৃদ্ধির লক্ষণ বলেই মনে করা হচ্ছে। মোদির গ্রিস সফরে সতর্ক অবস্থানে তুরস্ক। মোদিকে স্বাগত জানান গ্রিসের প্রধানমন্ত্রী।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন শেষে শুক্রবার গ্রিসের রাজধানী আথেন্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্য ব্রিকস সম্মেলন থেকে ফেরার পথেই এখানে এসেছেন তিনি। তাঁর এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
এথেন্সে বসবাসকারী এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ‘ভারতীয় সম্প্রদায় এখানে মোদিকে স্বাগত জানাতে এসেছেন। মোদির সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রীর বৈঠক হলে বাণিজ্য ও শরণার্থীর মতো ইস্যু নিয়ে কথা হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে।’
দক্ষিণ আফ্রিকায় রওনা হওয়ার আগেই গ্রিস সফর সম্পর্কে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘গ্রিসে এটা আমার প্রথম সফর হবে। দীর্ঘ ৪০ বছর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমি সেখানে পা রাখব। আমি খুব সম্মানিত ও গর্ববোধ করছি।’