রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ০১:২৮:৪৭

সন্তান স্কুলে না গেলে জেল হতে পারে বাবা-মায়ের

সন্তান স্কুলে না গেলে জেল হতে পারে বাবা-মায়ের

আন্তর্জাতিক ডেস্ক : কোনো কারণ ছাড়া ২০ দিন সন্তান স্কুলে না গেলে হাজতবাসের মতো সাজা হতে পারে বাবা-মায়ের। এমন ঘোষণা দিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়।

সৌদির মক্কা পত্রিকার বরাতে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ। 

প্রতিবেদন বলা হয়েছে, কোনো শিক্ষার্থী তিন দিন অনুপস্থিত থাকলে প্রাথমিক সতর্কতা জারি হবে। তাকে কাউন্সিলরের কাছে পাঠানো হবে। পাঁচ দিন অনুপস্থিত থাকলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি হবে। 

অভিভাবককে এ ব্যাপারে জানানো হবে। যদি কোনো শিক্ষার্থী ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবেন। পরে বিষয়টি নিয়ে তদন্তও করবে এ অফিস।

এ ব্যাপারে অভিভাবকদের গাফিলতি পাওয়া গেলে পাবলিক প্রসিকিউশন অফিস ফৌজদারি আদালতে মামলা করতে পারবে। আদালত তদন্ত সাপেক্ষে অভিভাবকদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারবেন।

আর অনুপস্থিতি ২০ দিন ছাড়িয়ে গেলে এ ব্যাপারে শিক্ষা বিভাগ শিশু সুরক্ষা আইন প্রয়োগ করবে। সে ক্ষেত্রে অভিভাবকদের হাজতবাসও হতে পারে। মূলত শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে অবহেলার কারণে তাদের এ শাস্তি ভোগ করতে হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে