রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ১০:৫৫:১৮

পাকিস্তানি স্বামীর এমন পদক্ষেপে বিপদে সীমা হায়দার!

পাকিস্তানি স্বামীর এমন পদক্ষেপে বিপদে সীমা হায়দার!

আন্তর্জাতিক ডেস্ক: পাবজি থেকে প্রেম হয়েছিল ভারতীয় যুবকের সঙ্গে। এরপরই নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিলেন পাকিস্তানি নাগরিক সীমা হায়দার। তাকে নিয়ে ভারত ও পাকিস্তানে চর্চার অন্ত নেই। 

এরই মাঝে এবার সীমার পাকিস্তনি স্বামী গোলাম দাবি করলেন, তিনি শীঘ্রই ভারতে আসবেন তার চার সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে। গোলাম হায়দার দাবি করেন, তিনি পাকিস্তানি সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে নিয়োগ করেছেন আইনি পরামর্শ নেওয়ার জন্য। 

সম্প্রতি একটি পাক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় গোলাম বলেন, 'পর পুরুষের সঙ্গে পালানোর সময়ই আমার সন্তানের মা হওয়ার অধিকার হারিয়েছে সীমা। আমি শীঘ্রই ভারতে যাব এবং আমার সন্তানদের পাকিস্তানে ফিরিয়ে নিয়ে আসব।'

এদিকে শীঘ্রই পঞ্চমবারের জন্য মা হতে চলেছেন পাকিস্তানি যুবতী সীমা হায়দার। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গর্ভবতী হয়েছেন ৩০ বছর বয়সী সীমা হায়দার। উল্লেখ্য, সীমার প্রথম স্বামী গোলাম হায়দারের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। 

রিপোর্টে বলা হচ্ছে, সীমা হায়দার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। যদিও জল্পনার মাঝে সীমাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, 'এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি এই নিয়ে মুখ খুলতে চাই না।' 

রিপোর্ট অনুযায়ী, কয়েকদিন আগেই সীমাকে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে গিয়েছিলেন সচিন মীনা। এদিকে সীমা হায়দার নিয়ে এখনও পর্যন্ত পুলিশ ও নিরাপত্তা সংস্থার মনে ধন্দ রয়েছে। সীমা সত্যিই প্রেমের টানে ভারতে এসেছেন, নাকি তিনি গুপ্তচর, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে