রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ০৫:০৪:৫৪

ভারতের জনপ্রিয় মুখ্যমন্ত্রী কারা? তালিকা প্রকাশ

ভারতের জনপ্রিয় মুখ্যমন্ত্রী কারা? তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। শাসক বিজেপির মতো জোট গড়ে লোকসভা নির্বাচনে ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে বিরোধীরাও। আর সেই জোটের হাত ধরেই প্রধানমন্ত্রী পদের স্বপ্ন দেখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

তবে তার আগে তার জন্য এল আশঙ্কার খবর। বেসরকারি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সমীক্ষা অনুসারে, নিজের রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম দশে নেই মমতা ব্যানার্জী। লোকসভা ভোটের আগে দেশের মানুষের হাবভাব বুঝতে সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়া টুডে ও সি ভোটার। 

ইন্ডিয়া টুডের সাম্প্রতিকতম সংস্করণে প্রকাশ্যে এসেছে সেই সমীক্ষার ফল। আর তাতে যে তথ্য উঠে এসেছে তা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কপালে বিলক্ষণ চিন্তার ভাঁজ ফেলবে। নিজেদের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম দশে নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।

ইন্ডিয়া টুডেতে প্রকাশিত সমীক্ষা বলছে, এই তালিকায় সবার ওপরে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশার ৬১.৩ শতাংশ মানুষ তার কাজে সন্তোষ প্রকাশ করেছেন। এরপর রয়েছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘের। ৫৯.১ শতাংশ ছত্তিশগড়বাসী ভূপেশ বাঘেলের কাজে সন্তুষ্ট। 

তিন নম্বরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৫৭.৭ শতাংশ দিল্লিবাসী তার কাজে খুশি। চতুর্থ স্থানে রয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল। তার কাজে সন্তোষ প্রকাশ করেছেন ৫৫.৩ শতাংশ গুজরাতবাসী। পঞ্চম স্থানে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি ৪৯.২ শতাংশ আসামবাসীর সমর্থন পেয়েছেন।

উল্লেখযোগ্যভাবে গোটা দেশের মতামতের নিরিখে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব থেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হলেও নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে তিনি রয়েছেন সপ্তম স্থানে। উলটো দিকে গোটা দেশের নিরিখে মমতা তৃতীয় জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী হলেও নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে তিনি প্রথম দশেও নেই। 

গোটা দেশে জনপ্রিয়তার নিরিখে যোগী আদিত্যনাথ পেয়েছেন ৪৩ শতাংশ মানুষের সমর্থন। ওদিকে মমতা ব্যানার্জী পেয়েছেন ৮.৮ শতাংশ মানুষের সমর্থন। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেই মমতার জনপ্রিয়তা তলানিতে ঠেকার মাসুল তৃণমূল কংগ্রেসকে দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে