সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ০৮:৫৪:৪৩

এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে মুসলিম সমাজে

এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে মুসলিম সমাজে

আন্তর্জাতিক ডেস্ক : চার দেয়ালের ভেতরে আর নয়-আজান এবার প্রকাশ্যে। নিউইয়র্কে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো মুসলিমদের। শনিবার শহরের মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ প্রকাশ্যে আজান দেওয়ার অনুমোদন দেয়। মুসলিম কমিউনিটির আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের এই ঘোষণায় আনন্দের জোয়ার বইছে মুসলিম সমাজে।

রাজ্যের সাউন্ড ল অনুযায়ী সকাল ৯টার পূর্বে এবং সূর্যাস্তের পর অনুমতি ব্যতীত কোথায়ও উচ্চ আওয়াজ/ মাইক ব্যবহার করা যাবে না। সেই কারণে ফজর এবং এশা ব্যতীত এখন থেকে জোহর, আসর এবং মাগরিব এই তিন ওয়াক্ত নামাজের আজানের জন্য আর অনুমতি লাগবে না। 

তবে এই তিন সময়ের আজানেও সাউন্ড লিমিট মানতে হবে। সেই সঙ্গে প্রতিবেশী কমিউনিটির সুবিধা-অসুবিধার বিষয়টিকেও দৃষ্টি রাখতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে