বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ০৪:৪৯:১১

'মহাভারত লিখেছিলেন কাজী নজরুল ইসলাম' মমতার মন্তব্যে ফের তোলপাড়

'মহাভারত লিখেছিলেন কাজী নজরুল ইসলাম' মমতার মন্তব্যে ফের তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন আগেই মুখ ফসকে মমতা বলেছিলেন, চাঁদে গিয়েছিলেন রাকেশ রোশন। আর এবার ফের এক কথা বোঝাতে গিয়ে অন্য কথা বলে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। যা নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

সম্প্রতি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জীর দু'টি ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তার মধ্যে একটিতে মমতাকে বলতে শোনা যাচ্ছে, মহাভারত লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই নিয়ে শুভেন্দু অধিকারী ব্যঙ্গ করেন মমতাতকে। 

এদিকে অপর ভিডিয়োতে মমতাকে বলতে শোনা যায়, 'ওরা মন্দির (রামমন্দির) করেছে, তো আমিও তো করেছি। আমি দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাট... করেছি।' 

মমতার ভিডিও পোস্ট করে শুভেন্দু দীর্ঘ বার্তায় লেখেন, 'মমতা ব্যানার্জী যে ইতিহাস বিকৃত করেন, এটা সবাই জানে। এটা মানুষকে হাসায়। এতে কেউ খারাপও মনে করেন না। কারণ সবাই জানেন যে মুখ্যমন্ত্রীর সাধারণ জ্ঞান খুব কম। তবে সাম্প্রতিককালে তিনি হিন্দু ধর্ম সংক্রান্ত বিভিন্ন তথ্য ভুল ভাবে পরিবেশন করতে শুরু করেছেন।' 

শুভেন্দু লেখেন, 'গত ৪ জুলাই একটি টিভি সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন যে, তিনি বা তার সরকার তারকেশ্বর, কালীঘাট, দক্ষিণেশ্বর এবং অন্যান্য হিন্দু তীর্থস্থানগুলির মতো পবিত্র মন্দিরগুলি তৈরি করেছেন। এরপর গত ২৮ আগস্ট টিএমসিপির সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন যে সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত রচনা করেন কাজী নজরুল ইসলাম।' 

শুভেন্দুর অভিযোগ, 'আমার মনে হয় মুখ্যমন্ত্রী খুব ভালো করেই জানেন যে মহর্ষি বেদ ব্যাস মহাভারতের রচয়িতা। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে বলেছিলেন যে কাজী নজরুল ইসলামই মহাভারতের রচয়িতা। মনে হচ্ছে তিনি আমাদের মহান ধর্ম সম্পর্কে তথ্য বিকৃত করে তৃপ্তি অনুভব করছেন।'

আর শুভেন্দুর সেই ব্যঙ্গের জবাবে পালটা তোপ দাগলেন মমতার দল তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'কথার মাঝখান থেকে কথা তুলে ধরে এবং কথার মানে পালটানোর কোনও প্রতিযোগিতা থাকলে শুভেন্দু অধিকারী তাতে শীর্ষস্থান অধিকার করবেন। 

কুণাল লেখেন, 'এটা সবাই বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন যে তিনি তারকেশ্বর, কালীঘাট, দক্ষিণেশ্বরের মতো মন্দিরের সংস্কারের কাজ করিয়েছেন। তিনি এটাও বলতে চাননি যে নজরুল মহাভারত লিখেছেন। তিনি নজরুলের লেখা 'সাম্যবাদী' কবিতা পাঠ করছিলেন কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব পড়ে যাও, য্ত সখ।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে