শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৯:১১

যে ইলেকট্রিক বাইক শোরগোল ফেলেছে আন্তর্জাতিক বাজারে

যে ইলেকট্রিক বাইক শোরগোল ফেলেছে আন্তর্জাতিক বাজারে

আন্তর্জাতিক ডেস্ক : অধিক রেঞ্জ, দুর্দান্ত ফিচার এবং সাশ্রয়ী দামে এলো নতুন ইলেকট্রিক বাইক। এই ই-সাইকেলের নাম রাডসিটি ৫। এটি এনেছে রাড পাওয়ার নামের একটি প্রতিষ্ঠান।

কমলা রঙের ডিজাইনের এই ই-সাইকেল ইতোমধ্যে শোরগোল ফেলেছে আন্তর্জাতিক বাজারে। এটির রেঞ্জ বহু পেট্রোল চালিত বাইকের মাইলেজের থেকেও বেশি। আন্তর্জাতিক বাজারে এই সংস্থা মজবুত ইলেকট্রিক সাইকেলের জন্য পরিচিত।

নতুন এই বৈদ্যুতিক সাইকেল দুইটি ভেরিয়েন্টে কেনা যাবে। এগুলো হলো রাডসিটি ৫ প্লাস হাই-স্টেপ। অন্যটি রাডসিটি ৫ স্টেপ-থ্রু। দ্বিতীয় ভেরিয়েন্টে একটি স্পেশাল এডিশনও লঞ্চ করা হয়েছে। এটি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে বুক করা যাবে।

ইলেকট্রিক সাইকেলের ফিচার্স: এতে দেওয়া হয়েছে ৬৭২ ওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। যা সাইকেলের ফ্রেমে অন্তর্ভুক্ত। এটি ফুল চার্জে ৫০ মাইল বা ৮০ কিমি রেঞ্জ দিতে পারে। শহরে রাস্তার মধ্যে নিয়মিত যাতায়াতের জন্য আদর্শ এই সাইকেল বলে দাবি কোম্পানির। সাইকেলের সঙ্গে মিলবে ৭৫০ ওয়াট মোটর।

সাইকেলে থাকছে একটি ৫ লেভেলের প্যাডেল অ্যাসিস্ট্যান্স সিস্টেম সঙ্গে ১২ ম্যাগনেট সেন্সর। এটির স্পেশাল এডিশনের অন্যতম চমক সংস্থার যার নাম দিয়েছে টাইগার অরেঞ্জ থিম পেইন্ট। যা সাইকেলের সামগ্রিক চেহারা আরও আকর্ষণীয় করে তুলেছে। রাডসিটি ৫ ইলেকট্রিক সাইকেলের দাম রাখা হয়েছে ১৯৯৯ ডলার।

বৈদ্যুতিক যানবাহনের একটি যুগ শুরু হয়ে গিয়েছে পুরো পৃথিবী জুড়ে। এখন দেখার মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রেখে কী কী উন্নত মানের বৈদ্যুতিক বাহন নিয়ে আসে কোম্পানিগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে