বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫২:৪৯

চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এশিয়ার আরেক দেশের মহাকাশযান

চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এশিয়ার আরেক দেশের মহাকাশযান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় চন্দ্রযানের সফল অবতরণের পর এবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এশিয়ার আরেক দেশ জাপানের মহাকাশযান ‘স্লিম’। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নিজেদের তৈরি এইচ-আইআইএ রকেটে চড়ে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে যাত্রা শুরু করেছে জাপানি মহাকাশযান ‘স্লিম’। এই অভিযান সফল হলে চন্দ্রজয় করা পঞ্চম দেশ হবে জাপান।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী রকেটটি দক্ষিণ জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করে। এটি সফলভাবে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)-কে উন্মুক্ত করেছে।

চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে ‘মুন স্নাইপার’ ল্যান্ডারকে অবতরণ করাতে চায় জাপান। এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এই প্রকল্পে জাপানের খরচ হচ্ছে প্রায় ১০ কোটি মার্কিন ডলার। ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণের মাত্র দু’সপ্তাহ পরই চন্দ্রাভিযান শুরু করলো জাপান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে