মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৩:১২

একসঙ্গে দুই দেশে ভূমিকম্প

একসঙ্গে দুই দেশে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে দুই দেশে আঘাত হেনেছে ভূমিকম্প। ফিলিপাইনের উত্তরাঞ্চল স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় রিখটার স্কেলের ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। চীনের দুটি প্রদেশেও এ কম্পন অনুভূত হয়েছে।

গ্লোবাল টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩ মিনিটে ফিলিপাইন দ্বীপপুঞ্জের পানিতে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানা ভূমিকম্পের ধাক্কা চীনের গুয়াংডং প্রদেশের দক্ষিণ ও ফুজিয়ান প্রদেশের পূর্বেও অনুভূত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ম্যানিলা টাইমস পত্রিকা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির (ফিভোলক্স) বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটি কাগায়ান প্রদেশের ডালুপিরি এলাকার ২৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে।

ফিভোলক্স বলেছে, অবকাঠামোর ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও আফটারশক হতে পারে। সূত্র : আনাদোলু এজেন্সি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে