আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ যুক্তরাজ্য থেকে স্পেনগামী একটি প্লেনের টয়লেটের ভেতর আপত্তিকর কাজ করার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক নারী ও পুরুষ। আর এমন কাণ্ড ঘটানোয়— বিমানবন্দরে প্লেনটি অবতরণ করার পর তাদের পুলিশ ধরে নিয়ে যায়।
গত ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লুটন থেকে স্পেনের ইবিজায় যাচ্ছিল ইজিজেটের প্লেনটি। তখনই ঘটে এমন ঘটনা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।
প্লেনের টয়লেটের ভেতর ওই নারী-পুলিশের আপত্তিকর কাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, প্লেনের এক কর্মী টয়লেটের দরজা খুলছেন। আর তখনই ওই নারী-পুরুষকে বিব'স্ত্র অবস্থায় দেখা যাচ্ছিল।
ভিডিওতে আরও দেখা যায়, দরজাটি খোলার পরপরই ভেতরে থাকা ওই ব্যক্তি সজোরে সেটি আবার লাগিয়ে দিচ্ছেন। এমন ঘটনা দেখে প্লেনের ভেতর থাকা বাকি যাত্রীরা অবাক হয়ে যান। এক নারীকে বলতে শোনা যায় ‘ওহ মাই গড।’ এছাড়া অপর যাত্রীদের অবাক হয়ে চোখে-মুখে হাত দিতে দেখা যায়।
এমন অবস্থা দেখে প্লেনের কেবিন ক্রু এবং সাধারণ যাত্রীদের প্রায় সবাই বেশ বিব্রত হন। সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, প্লেনটি স্পেনের ইবিজায় অবতরণ করার পর তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়।
ইজিজেট এ ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, ওই নারী-পুরুষের অস্বাভাবিক আচরণের কারণে পুলিশকে খবর দেওয়া হয়েছিল এবং তারাই বিষয়টি দেখেছে।
তবে ওই নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে কি না বা তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো তদন্ত করা হয়েছে কি না এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট