আন্তর্জাতিক ডেস্ক : গ্রামের চারণভূমিতে ছাগল চরানো নিয়ে তুমুল সংঘর্ষের জেরে অন্তত পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুইজন। ভারতের মধ্য প্রদেশের দাতিয়া জেলায় ঘটেছে এ ঘটনা। আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন যুবক এবং একজন বয়স্ক লোক আছেন। ছাগল চরানো নিয়ে দুই গোষ্ঠী বিবাদ মেটাতে বৈঠকে বসেছিল। কিন্তু সেটি রণক্ষেত্র রুপ নেয়।
দাতিয়ার পুলিশ সুপার প্রদীপ শর্মা বলেছেন, দাঙ্গি ও পাল সম্প্রদায়ের ব্যক্তিরা গত বুধবার ছাগল চরানোর বিবাদ সমাধানে আলোচনায় বসে। কিন্তু সেখানে একপর্যায়ে বিতর্ক শুরু হয় উভয় পক্ষের মধ্যে। এরপরে তা থেকে সংঘর্ষ এবং গোলাগুলি হয়।
প্রদীপ শর্মা আরও বলেছেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে ছয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এবং এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত চারজনের বয়স ৩০ বছরের কোটায় এবং একজনের বয়স ৭০ বছরের বেশি। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তিনজন দাঙ্গি সম্প্রদায়ের এবং দুইজন পাল সম্প্রদায়ের বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।