আন্তর্জাতিক ডেস্ক : বাজাজ ১২৫ সিসির নতুন মোটরসাইকেল আনতে যাচ্ছে। মডেল বাজাজ সিটি ১২৫ এক্স। সাশ্রয়ী দামের এই বাইকে ভালো মাইলেজ পাওয়া যাবে।
এর আগেও বাজাজ সিটি সিরিজের একাধিক মোটরসাইকেল এনেছিল। যেগুলো ছিল এন্ট্রি লেভেলের বাইক। দামও যেমন কম ছিল তেমনি মাইলেজও ভালো দিত। এই সিরিজের সফলতায় এবার আসছে সিটি ১২৫ এক্স মডেল।
১২৫ সিসির এই বাইকে একাধিক উন্নত ফিচার দেওয়া হয়েছে এবং আগের তুলনায় এই বাইকটি অনেক বেশি উন্নত হবে। কোম্পানির এই নতুন বাইকে স্পোর্টি লুক দেওয়া হয়েছে। সহজ কথা এইবার বাজাজ আপনাকে কম দামে বেশি ফিচার দিতে চলেছে।
এই বাইকে রয়েছে ১২৪ সিসি ইঞ্জিন যা ১০.৯ পিএস শক্তি এবং ১১ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকের শক্তি উৎপাদন করার ক্ষমতা অনেক বেশি হবে। অর্থাৎ বলতে গেলে এটি ছোট প্যাকেট বড় ধামাকা হতে চলেছে।
ফিচার হিসেবে থাকছে, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, স্ট্যান্ড এলার্ম, ফুয়েল গেজ, ইঞ্জিন ইন্ডিকেটর, ব্যাটারি ইন্ডিকেটর, সেলফ স্টার্ট, এবিএস সিস্টেম, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরের মতো কিছু বৈশিষ্ট্য।
এই বাইকটি লঞ্চ করার বিষয়ে বাজাজের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, জুলাই মাসে লঞ্চ করা হতে পারে।
বাজাজের নতুন এই মডেল বাজারে এলে ১২৫ সিসি সিরিজের অন্যান্য বাইকের সাথে ভালো প্রতিযোগিতা করবে। পালসার থেকে শুরু করে রেইডার, সুপার স্প্লেন্ডারের মত বাইকের সঙ্গে দারুণ প্রতিযোগিতা করবে।
আপনিও যদি কম দামের মধ্যে উচ্চ মাইলেজ বিশিষ্ট একটি বাইক কিনতে চান তাহলে এই বাইক আপনি কিনতে পারেন। তবে আগের বাইকের থেকে এই বাইকের দাম কিছুটা বেশি হবে। দেড় লাখ টাকার কাছাকাছি এই বাইকের দাম হতে পারে।