সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৩:৪৩

চাঁদের ছবিও তোলা যাবে শক্তিশালী এই স্মার্টফোনের ক্যামেরায়!

 চাঁদের ছবিও তোলা যাবে শক্তিশালী এই স্মার্টফোনের ক্যামেরায়!

আন্তর্জাতিক ডেস্ক : এই মুহূর্তে ভারতের স্মার্টফোন কোম্পানিগুলি যেকোনো স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো করার চেষ্টা করছে। সম্প্রতি বিখ্যাত স্মার্টফোন নির্মাতা স্যামসাং চাঁদের ছবি তোলার জন্য তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে samsung galaxy S23 Ultra 5G।

এই স্মার্টফোনে আপনারা চমৎকার কিছু বৈশিষ্ট্য এবং অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন। এর সাথেই এই কোম্পানির দ্বারা বেশ কিছু আধুনিক স্পেসিফিকেশন যুক্ত করা হয়েছে এই স্মার্টফোনে। samsung কোম্পানির পোর্টফোলিওর সব থেকে আপডেট স্মার্ট ফোন হতে চলেছে এটি। এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের আধুনিক বৈশিষ্ট্য এবং সংযোগ ব্যবস্থা।

ক্যামেরার মানের দিকে কথা বললে এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ২০০ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে আপনি 8K @ 30 FPS অব্দি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ক্যামেরার মাধ্যমে আরো ভালো মানের সেলফি এবং ভিডিও কলিং আপনি পেয়ে যাবেন।

কোম্পানিটি এর সাথে একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ইনস্টল করেছে। এই ক্যামেরার মাধ্যমে আপনি খুব ভালো ছবি এবং ভিডিও ক্যাপচার করতে সক্ষম হবে নিজের স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে।

এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন একটি ৬.৮ ইঞ্চি স্ক্রিন। আপনি খুব সহজেই অ্যামোলেড 2X স্ক্রিন ব্যবহার করতে পারবেন এই স্মার্টফোনে। এই স্ক্রিন আপনাকে ১৪৪০×৩০৮৮ পিক্সেলের রেজোলিউশন তৈরি করে দেবে।

অত্যন্ত উন্নত মানের গেমিং করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮ জেন ২ প্রফেসর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। মাত্র ২৫ মিনিটে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই স্মার্টফোনের ৫০০০ এমএএইচ এর ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন। এই স্মার্টফোনের দাম ১,০১,০০০ টাকা। এই স্মার্টফোনে শুধুমাত্র একটি ভেরিয়েন্ট আপনি পাবেন, ১২ জিবি ৱ্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে