বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩৫:২৪

লাগেজ মাথায় রাহুল গান্ধী, ঘিরে রেখেছিলেন অসংখ্য কুলি!

লাগেজ মাথায় রাহুল গান্ধী, ঘিরে রেখেছিলেন অসংখ্য কুলি!

আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ কুলিদের সঙ্গে মিশে ও তাদের মতো লাল পোশাক পরে মাথায় লাগেজ টেনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে লাগেজ মাথায় নিয়ে হাঁটছেন রাহুল। এই সময় তাকে ঘিরে রেখেছিলেন অসংখ্য কুলি।

ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, কুলিদের মধ্যে কেউ একজন রাহুলের মাথায় লাগেজটি তুলে দিচ্ছেন। এ সময় তিনি হাসছিলেন। মাথায় লাগেজটি নেওয়ার পর কুলিরা ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছিলেন। তাদেরও বেশ খুশি ও প্রফুল্ল দেখা যাচ্ছিল।  

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ কুলিদের সমস্যার কথা শুনতে সেই রেলস্টেশনে গিয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের অনেক নেতা ভিডিওটি শেয়ার করেছেন।

এদিকে ভারতে ২০২৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের আগে দেশটির সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন রাহুল। এর অংশ হিসেবেই এবার রেলস্টেশনে কাজ করা সাধারণ কুলিদের সঙ্গে মিশেছেন এবং তাদের সঙ্গে ভালো কিছু সময় কাটিয়েছেন তিনি।  

এর আগে ব্যাঙ্গালুরুতে ডেলিভারির কাজ করা একটি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ৫৩ বছর বয়সী রাহুল গান্ধী। ওই সময় সেই ডেলিভারি ম্যানদের স্কুটারে চড়েছিলেন তিনি। এছাড়া দিল্লির আজাদপুর মান্দিতে গিয়ে সাধারণ হকার ও শ্রমিকদের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে