বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২৫:৫২

বাজার দখলে এবার ৯৬ কিমি মাইলেজের এই বাইক

বাজার দখলে এবার ৯৬ কিমি মাইলেজের এই বাইক

আন্তর্জাতিক ডেস্ক : ফুল চার্জে ৯৬ কিমি মাইলেজ। চার্জ হতে সময় নেয় ৪ থেকে ৬ ঘণ্টা। এমন ইলেকট্রিক বাইক আগে দেখেছেন? ইলেকট্রিক বাইকের ব্যবহার বাড়তেই তাতে নানা রকম উদ্ভাবন নজর কাড়ছে মানুষের। এতদিন দু চাকার ব্যাটারি চালিত বাইক দেখে এসেছেন সবাই এবার বাজারে তিন চাকার ইলেকট্রিক বাইক। যেখানে চালকের হেলান দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে।

ইলেকট্রিক বাইকের চেহারা যেমন আকর্ষণীয় তেমনই দুরন্ত তার ফিচার্স। দারুণ মাইলেজের সঙ্গে এতে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক সুবিধা। যা বাইক চালানো আরও সহজ করে তুলবে চালকের জন্য। যে ইলেকট্রিক বাইক নিয়ে কথা বলছি তার নাম Lectric XP Trike।

এই তিন চাকার ই-বাইকে রয়েছে 48V, 14Ah লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা ফুল চার্জ হতে সময় নেয় 4 থেকে 6 ঘণ্টা। একবার চার্জে টানা 60 মাইল বা 96 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

সুরক্ষার জন্য বাইকের সামনে ও পিছনে রয়েছে হাইড্রলিক ডিস্ক ব্রেক। উপরন্তু, পার্কিংয়ের জন্য দুটি অতিরিক্ত ব্রেকও রয়েছে এতে। 5 লেভেল প্যাডেল অ্যাসিস্ট পাওয়া যাবে এতে। সর্বোচ্চ 22 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে এই ইলেকট্রিক বাইক।

জানা গিয়েছে, এতে যে ব্যাটারি রয়েছে তা সম্পূর্ণ রিমুভেবেল। অর্থাৎ পরবর্তী বদলে নিতে পারবেন। বাইকের মোট ওজন 28 কেজি (ব্যাটারি ছাড়া)। সংস্থার দাবি, বাজারে উপলব্ধ অন্যতম হালকা ওজনের ইলেকট্রিক বাইক Lectric XP।

500 ওয়েট ক্ষমতা সম্পন্ন মোটর থাকছে এতে। যে কোনও রাস্তায় মসৃণ রাইডিং অভিজ্ঞতা দিতে এতে একটি বিশেষ সেন্সর দেওয়া হয়েছে সঙ্গে প্যাডেল অ্যাসিস্ট।

এখানেই শেষ নয়। বাইকে পাবেন একটি LCD ডিসপ্লে যেখানে ব্যাটারি ইউসেজ সংক্রান্ত তথ্য জানা যাবে। বাইকটি IP67 রেটিং প্রাপ্ত। যা জল এবং ধুলো-বালি থেকে নিরাপদ রাখবে। ভালো দৃশ্যমান্যতার জন্য বাইকের সামনে ও পিছনে রয়েছে বিশেষ লাইটিংয়ের ব্যবস্থা।

যারা রাতের দিকে বাইকটি চালাবেন তাদের কাছে অসুবিধা যাতে না হয় তার জন্য এই ফিচার রাখা হয়েছে। এই লাইটের জন্য কোনও অতিরিক্ত খরচ দিতে হবে না বলেও জানা গিয়েছে।

এতে একটি ইন-বিল্ট হিট সেন্সর সহ কন্ট্রোলার রয়েছে যা বাইক গরম হওয়া আটকাবে। বাইকে রয়েছে বিশেষ পাওয়ার লিমিট ফিচারও। সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সর্বোচ্চ 188 কেজি ওজন বহন করতে সক্ষম এই ইলেকট্রিক বাইক। বাইকটি কেবল গ্রাফাইট রংয়েই পাওয়া যাবে এবং এটির দাম রাখা হয়েছে 1,499 ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে