বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৩:৩৯

আইসিসির ওয়েবসাইট হ্যাক! এলোমেলো হয়ে গেছে সবকিছু

 আইসিসির ওয়েবসাইট হ্যাক! এলোমেলো হয়ে গেছে সবকিছু

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়েবসাইট হ্যাক হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

আইসিসি কর্তৃপক্ষ কেবল হ্যাকের সত্যতা নিশ্চিত করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

তবে আদালতের একটি সূত্র জানিয়েছে হ্যাকের পর ওয়েবসাইটটির সংরক্ষণাগারের যাবতীয় তথ্য এলোমেলো হয়ে গেছে, এবং অনেক তথ্য খোয়া গেছে বলেও জানা গেছে। খোয়া যাওয়া প্রায় সব তথ্যই বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলার। এই মামলাগুলো বিচারের জন্য আইসিসিতে নথিভুক্ত করা হয়েছিল।

সূত্র আরও জানিয়েছে, হ্যাকের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি আইসিসি। যেসব তথ্য খোয়া গেছে, সেগুলো বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে যোগাড়ও করা যাচ্ছে না। কারণ মঙ্গলবার থেকে এখন পর্যন্ত অকার্যকর হয়ে আছে আইসিসির ইন্টারনেট সংযোগ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে